টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসকের অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

0
553

টাইমস্ ডেস্ক:

অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ উঠেছে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসকের বিরুদ্ধে। সোমবার রাতে মৃত্যুর এ ঘটনা ঘটে। ভুঞাপুর উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের রাউতবাড়ী গ্রামের বাসিন্দা ও শিশুটির বাবা ফারুক হাসান অভিযোগ, রাতে ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে তার স্ত্রী লিপি আক্তারকে মুমূর্ষ অবস্থায় টাঙ্গাইল জেনারেল হাসপাতালে রেফার্ড করা হয়। টাঙ্গাইল জেনারেল হাসপাতালে রাত ১১টা ৪৫মিনিটে দ্রুত ভর্তি করা হয়। হাসপাতালে আসার পর প্রসুতি যন্ত্রণায় ছটফট করতে থাকলেও তাকে কোনো প্রকারের চিকিৎসা দেয়া হয়নি। পরে কর্তব্যরত নার্স কর্তৃক জানা যায় ডা. আফরোজার ডিউটি থাকলেও তিনি বর্তমানে হাসপাতালে নেই বাসায় আছে। পরে তাকে রোগীর অবস্থা বিস্তারিত জানালেও তিনি হাসপাতালে আসেনি। পরবর্তীতে কোনো ডাক্তার নার্স ছাড়াই একটি মৃত বাচ্চা প্রসব করে প্রসুতি। ডাক্তারের দায়িত্ব অবহেলার কারণেই মৃত বাচ্চা প্রসব করেছে বলে অভিযোগ প্রসুতির স্বামী ও স্বজনদের। অভিযুক্ত ডাক্তারের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি করেছেন তারা।

চিকিৎসকের এ দায়িত্ব অবহেলার বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন বলেও জানান ফারুক হাসান।

এ বিষয়ে সার্জন ডা. আফরোজা খানমের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

চিকিৎসার অবহেলায় নবজাতক শিশুর মৃত্যু প্রসঙ্গে টাঙ্গাইল জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. মো. সদর উদ্দীন বলেন, অভিযোগের ভিত্তিতে অবশ্যই তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।