ঝিনাইদহে মানবজমিন পত্রিকার সম্পাদকের বিরুদ্ধে মামলা প্রত্যহারের দাবিতে মানববন্ধন

0
552
All-focus

ফিরোজ আহম্মেদ, ঝিনাইদহ প্রতিনিধি : মানবজমিন পত্রিকার প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরীর নামে দায়েরকৃত মানহানি মামলার প্রতিবাদে ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
আজ সকালে শহরের পোষ্ট অফিস মোড়ে এ কর্মসূচির আয়োজন করে ঝিনাইদহ প্রেসক্লাব। মানববন্ধন কর্মসূচিতে ইলেক্ট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা অংশ নেয়।

এসময় ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি জনকন্ঠ ও একুশে টিভির এম রায়হান, সাবেক সভাপতি ইউএনবির আমিনুর রহমার টুকু, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এটিএন বাংলার নিজাম জোয়ারদার বাবলু, বাংলাদেশ পোষ্টের দেলেয়ার কবীর, প্রথম আলোর আজাদ রহমান, দৈনিক দিনকালের আসিফ ইকবাল কাজল, এসএ টিভির ফয়সাল আহম্মেদ ও বাংলানিউজের এম রবিউল ইসলাম রবি প্রমুখ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মানবজমিন পত্রিকার ঝিনাইদহ জেলা প্রতিনিধি আমিনুল ইসলাম লিটন বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, একজন পতিত যুবলীগ নেতা দেশের স্বনামধন্য সম্পাদক মতিউর রহমান চৌধুরীর বিরুদ্ধে যে মিথ্যা ও হয়রানী মুলক মামলা দায়ের করেছে তাতে ঝিনাইদহের সকল সাংবাদিক সমাজ তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। পাশাপাশি এই মামলা প্রত্যাহার করা না হলে সাংবাদিকরা সড়ক অবরোধসহ বৃহত্তর কর্মসুচি দিতে বাধ্য হবে। সাংবাদিক নেতারা বলেন, দেশের সংবাদপত্র শিল্পের বিকাশ, সত্য ও ন্যায় পরায়ন সাংবাদিকতার মুর্ত প্রতিক হচ্ছেন মতিউর রহমান চৌধুরীর। তার বিরুদ্ধে যে কোন ষড়যন্ত্র দেশের সাংবাদিক সমাজ প্রতিহত করবে। বক্তাগন অবিলম্বে এই মিথ্যা মানহানী মামলা প্রত্যাহারের দাবী জানান।