জয়পুরহাটে শিক্ষিকাকে উত্ত্যক্ত করায় ছাত্রলীগ নেতার কারাদন্ড

0
289

খুলনাটাইমস: জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার ভিকনী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকাকে উত্ত্যক্ত ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রোম্মান হোসেনকে এক মাসের কারাদ- দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বৃহস্পতিবার দুপুরে ওই বিদ্যালয় চত্বরে তাকে কারাদ- দেন আক্কেলপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক জাকিউল ইসলাম। রোম্মান হোসেন আক্কেলপুর উপজেলার ভিকনী গ্রামের রফিকুল সালামের ছেলে। তিনি গোপিনাথপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি। জানা যায়, দীর্ঘদিন ধরেই উপজেলার ভিকনী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা জেসমিন সুলতানাকে রাস্তাঘাটে উত্ত্যক্ত করতেন রোম্মান হোসেন। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার দুপুরে তিনি ওই স্কুলে ঢুকে শিক্ষিকা জেসমিন সুলতানাকে ক্লাস নিতে বাধা দেন ও তাকে নানাভাবে উত্ত্যক্ত করতে থাকেন। তখন স্কুলের অন্য শিক্ষকরা বের হতে বললে তিনি শিক্ষকদের ওপর চড়াও হন এবং তাদের নানারকম ভয়-ভীতি দেখান। বিষয়টি ইউএনও জাকিউল ইসলামকে জানালে তিনি তাৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশ পাঠান। পুলিশ গিয়ে রোম্মানকে আটক করে। পরে ইউএনও জাকিউল ইসলাম ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে এক মাসের কারাদন্ড দেন। আক্কেলপুর থানার ওসি কিরণ কুমার রায় জানান, শিক্ষিকাকে উত্ত্যক্ত করার অপরাধে গোপিনাথপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রোম্মান হোসেনকে আটক করা হয়েছে। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক মাসের কারাদ- দিয়ে কারাগারে পাঠানো হয়েছে।