জেলা মাদকদ্রব্যের পৃথক অভিযানে গাজাসহ আটক ২

0
390

নিজস্ব প্রতিবেদক:
জেলা মাদকদ্রব্যে নিয়ন্ত্রণ কার্যালয় এর গোয়েন্দা বিভাগের পৃথক অভিযান চালিয়ে গাজা সহ দুই মাদক বিক্রেতাকে আটক করেছেন। আটককৃতরা হচ্ছে শহিদুল শেখ (৩৫) ও টুটুল শেখ (২৭)। এর মধ্যে ভ্রম্যমান আদালতের মাধ্যমে আটক মাদক বিক্রেতা শহিদুল শেখকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রূপসা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ইলিয়াছুর রহমান ভ্রম্যমান আদালতটি পরিচালনা করেন। আজ মঙ্গলবার রূপসা উপজেলায় ঘাটভোগ পশ্চিম পাড়া ও গোয়াল বাড়িয়া এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয় সূত্র মতে, সংস্থার উপ-পরিচালক মোঃ রাশেদুজ্জামানের তত্ত্বাবধায়নে সংস্থার গোয়েন্দা বিভাগের পরিদর্শক পারভীন আক্তারের নেতৃত্বে একটি টিম রূপসা উপজেলায় পৃথক অভিযান পরিচালনা করেন। এ সময় রূপসা উপজেলা ঘাটভোগ পশ্চিম পাড়া এলাকার বাসিন্দা আঃ ছাত্তার শেখের পুত্র শহিদুল শেখকে ৫০ গ্রাম গাজাসহ আটক করেন। পরবর্তীতে ভ্রম্যমান আদালতে মাধ্যমে তাকে ৩ হাজার টাকা জরিমানা করেন। ভ্রম্যমান আদালতটি পরিচালনা করেন রূপসা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ইলিয়াছুর রহমান। অপরদিকে একই উপজেলায় বোয়ল বাড়িয়া অভিযানে পরিচালনা করা হয়। এ সময় ওই এলাকার বাসিন্দা মোঃ সিরাজ শেখের পুত্র টুটুল শেখকে ১ কেজি গাজাসহ আটক করেন। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে।