জেলা ও উপজেলা পর্যায়েও যুবলীগের বিরুদ্ধে অভিযান চালানো হবে: স্থানীয় সরকারমন্ত্রী

0
377

খুলনাটাইমস: ক্যাসিনো চালানোর অভিযোগে আটক হওয়া যুবলীগ নেতা গোলাম কিবরিয়া (জি কে) শামীমকে বিএনপি সৃষ্টি করেছিল বলে দাবি করেছেন স্থানীয় সরকার, পল্লি উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম। তিনি বলেছেন, ক্যাসিনোর শামীম বিএনপির সৃষ্টি। যতই যুবলীগে যোগদান করেন, আপনাকে ক্ষমা করা হবে না। যুবলীগের বিরুদ্ধে যে অভিযান চলছে তা জেলা ও উপজেলা পর্যায়েও চালানো হবে।শনিবার দুপুরে কুমিল্লার লাকসাম উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে পৌরসভা ও উপজেলা আওয়ামী লীগের যৌথসভায় তিনি একথা বলেন। যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের উদ্দেশে মন্ত্রী বলেন, দখল-তদবির সহ্য করা হবে না। অন্যায়কারীদের সঙ্গে সরকারের আপসের সুযোগ নেই। তাজুল ইসলাম বলেন, দুর্নীতিকে ওয়াশআউট করে বাংলাদেশকে সুন্দর সমৃদ্ধ দেশে পরিণত করা হবে। বিএনপি দেশে অন্যায়-অত্যাচার-সন্ত্রাস-নৈরাজ্য ও দুর্নীতির বিষবৃক্ষ তৈরি করেছিল। পৌরসভা আওয়ামী লীগের সভাপতি তাবারক উল্লাহ কায়েসের সভাপতিত্বে যৌথসভায় আরও বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান ইউনুস ভূঁইয়া, পৌর মেয়র অধ্যাপক আবুল খায়ের, ভাইস-চেয়ারম্যান মহব্বত আলী, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম হীরাসহ অনেকে।