জেতার যোগ্য ছিল না বার্সেলোনার: ভালভেরদে

0
275

খুলনাটাইমস স্পোর্টস: প্রতিপক্ষের মাঠে দলের পারফরম্যান্স নিয়ে উদ্বিগ্ন বার্সেলোনার কোচ এরনেস্তো ভালভেরদে। লা লিগায় গ্রানাদার মাঠে হারের পর ব্যর্থতায় দায় নিজের কাঁধে নিয়েছেন স্প্যানিশ এই কোচ। গ্রানাদার মাঠে শনিবার রাতে দুই অর্ধে দুই গোল খেয়ে ২-০ ব্যবধানে হারে প্রতিযোগিতার বর্তমান চ্যাম্পিয়নরা। এবারের লিগে প্রতিপক্ষের মাঠে এ নিয়ে দুই হারের মুখ দেখল ভালভেরদের দল। মাঝে ওসাসুনার মাঠে ২-২ গোলে ড্র করেছিল কাতালান দলটি। ১৯৯৪-৯৫ মৌসুমের পর এই প্রথম লিগে প্রথম তিন অ্যাওয়ে ম্যাচে জয়শূন্য রইল বার্সেলোনা। সব প্রতিযোগিতা মিলে গত এপ্রিলের পর থেকে প্রতিপক্ষের মাঠে আর জয়ের মুখ দেখেনি তারা। ম্যাচের ফলের চেয়ে দলের খেলার ধরন নিয়ে বেশি চিন্তিত ভালভেরদে। “আমি চিন্তিত কারণ প্রতিপক্ষের মাঠে আমরা ভালো ফল পাচ্ছি না। আমরা খুব ভালো অবস্থায় নেই তার পরিষ্কার লক্ষণ হলো এই মৌসুমে প্রতিপক্ষের মাঠে চার ম্যাচের কোনোটিতেই জিততে না পারা। মৌসুমের শুরুতে কিছু খেলোয়াড় দলের সঙ্গে দেরিতে যোগ দিয়েছে। চোট সমস্যাও আছে কিছু। তবে সেসবকে হারের কারণ হিসেবে দেখাতে রাজি নন ভালভেরদে। “আমরা গত শনিবার ভালো খেলিনিৃআমরা ম্যাচে আধিপত্য করলাম কিন্তু গোলের খুব বেশি সুযোগ তৈরি করতে পারলাম না। আর কখনোই আমাদের খেলা দেখে মনে হয়নি যে আমরা ম্যাচে ফিরতে পারি। “মাঠে খেলোয়াড়রাই খেলে, কিন্তু শেষ পর্যন্ত যা কিছু ঘটে তার জন্য কোচই দায়ী। আপনি যে কোনো সময় একটা ম্যাচ হারতে পারেন কিন্তু যখন হারবেন তখন আপনার উপলব্ধি হতে হবে যে ম্যাচটা জেতার যোগ্যতা আপনার ছিল। কিন্তু গত শনিবার তেমনটা হয়নি। দলের রক্ষণভাগের দুর্বলতা নিয়েও চিন্তিত ভালভেরদে। চলতি মৌসুমে এ পর্যন্ত লিগে সর্বোচ্চ নয়টি গোল হজম করেছে বার্সেলোনা। সমান পাঁচ ম্যাচে নয় গোল খেয়েছে রিয়াল বেতিসও। পাঁচ ম্যাচে দুই জয় ও এক ড্রয়ে ৭ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার সাত নম্বরে আছে বার্সেলোনা। ১৯৯৪-৯৫ মৌসুমের পর এবারই লিগে প্রথম পাঁচ ম্যাচে সবচেয়ে কম পয়েন্ট পেয়েছে তারা।