জেএসসি ও পিইসি’র ফলে খুলনায় পাসের হারে এগিয়ে মেয়েরা

0
405

নিজস্ব প্রতিবেদক, খুলনাটাইমস:
জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) পরীক্ষার প্রকাশিত ফলাফলো খুলনায়ও ছেলেদোর তুলনায় মেয়েরা ভালো করেছে। শনিবার ফলাফলের পর শিক্ষা প্রতিষ্ঠানে মেয়েদের উল্লাস উৎসবের আমেজে তৈরি হয়। মেয়েদের ভালো ফলাফলে অভিভাবক ও শিক্ষকদের মধ্যে আনন্দর বন্যা বইতে দেখা গেছে। এ বছর খুলনায় জেএসসিতে পাসের হার ৮৬ দশমিক ০১ শতাংশ। অন্যদিকে প্রাথমিক শিক্ষা সমাপনীতে পাসের হারে ৯৬ দশমিক ১১ শতাংশ। প্রাথমিক শিক্ষা সমাপনীতে খুলনায় ২ হাজার ৬২৫ জন ছাত্রী জিপিএ-৫ পেয়েছে। অন্যদিকে ছেলেদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ২ হাজার ২৮৮ জন। পাসের হারও ছেলেদের তুলনায় এগিয়ে আছে মেয়েরা।
যশোর শিক্ষাবোর্ড সূত্রে জানা গেছে, খুলনার ৪২১টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে এ বছর জেএসসি পরীক্ষায় ৩০ হাজার ১৯৮ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। এর মধ্যে ১৪ হাজার ৭৭৭ জন ছেলে এবং ১৫ হাজার ৪২১ জন মেয়ে। এদের মধ্যে পাস করেছে ২৫ হাজার ৯৭৪ জন। যার মধ্যে ১৩ হাজার ৪৪৮ জন মেয়ে এবং ১২ হাজার ৫২৬ জন ছেলে।
খুলনা জেলা প্রাথমিক শিক্ষা অফিস থেকে জানা গেছে, চলতি বছর খুলনার ১ হাজার ৮৩০টি প্রাথমিক ও সমমানের বিদ্যালয় থেকে ৩৬ হাজার ৭৯০ জন শিক্ষার্থী প্রাথমিক শিক্ষা সমাপনীতে অংশ নেয়। এর মধ্যে পাস করেছে ৩৪ হাজার ৫৯০ জন। তবে এবার পরীক্ষার্থীর সংখ্যা কিছুটা কম ছিলো। ফলাফলেও পিছিয়ে গেছে খুলনা জেলা।
গত বছর অর্থাৎ ২০১৬ সালে খুলনায় ৩৮ হাজার ৩৯ জন শিক্ষার্থী প্রাথমিক শিক্ষা সমাপনীতে অংশ নেয়। এর মধ্যে পাস করেছিলো ৩৭ হাজার ৬০০ জন। জিপিএ-৫ পেয়েছিলো ৫ হাজার ১৪৮ জন। ২০১৫ সালে খুলনায় ৩৮ হাজার ৪৮২ জন শিক্ষার্থী প্রাথমিক শিক্ষা সমাপনীতে অংশ নিয়েছিলো। এর মধ্যে পাস করেছিলো ৩৮ হাজার ১৭৫ জন। জিপিএ-৫ পেয়েছিলো ৫ হাজার ৫৮২ জন।

সূত্রটি জানায়, বিগত বছরগুলোর তুলনায় এ বছর জিপিএ-৫ প্রাপ্তির হার বেড়েছ। কিন্তু সেই তুলনায় পরীক্ষার্থীর সংখ্যা কমেছে।
মেয়েদের ভালো ফলাফল প্রসঙ্গে অভিভাবকরা বলেন, পরিবারে ছেলের পাশাপাশি মেয়ের গুরত্ব বাড়ছে। এ কারণে মেয়েদের মধ্যে একটা মনস্তাত্তিক পরিবর্তন এসেছে। এ পরিবর্তনের প্রভাব তারা ভালো ফলাফল করেছে।