জুনিয়র লঙ্কানদের একাই গুড়িয়ে দিলেন পেসার শাহীন আলম

0
376
????????????????????????????????????

নিজস্ব প্রতিবেদক:
জাতীয় দলে খেলার স্বপ্নটা মনের মধ্যে লালন করে রেখেছেন সেই ছোটবেলা থেকেই। ২০১৫ সালের শেষের দিকে কুড়িগ্রামে আইসিসির অনুমোদিত বলে খেলা শুরু করেন, বয়স তখন মাত্র ১৪। সেখান থেকেই ধীরে ধীরে উঠে আসা শাহীন আলমের।
এখন অনূর্ধ্ব-১৯ দলে খেলছেন। ১৮ বছর বয়সী শাহীন আলম বাংলাদেলের ক্রিকেটে উজ্জ্বল ভবিষ্যতের আশা দেখাচ্ছেন। লম্বা চওড়া শরীর, পেস বোলারদের সহজাত আগ্রাসনটাও আছে তার। গত বছরও শ্রীলঙ্কা সফরে বল হাতে আলো ছড়িয়েছেন।
ঘরের মাঠে শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে বিধ্বংসী বোলিং করে আবারও নজরে আসলেন ডানহাতি এই পেসার। শনিবার খুলনায় চারদিনের ম্যাচে লঙ্কানদের দুমড়ে মুচড়ে দিয়ে একাই ৭ উইকেট নিয়েছেন শাহীন আলম, ১৭.৩ ওভার বল করে খরচ করেছেন ৬২ রান।
শাহীনের এমন বোলিংয়ের সামনে দাঁড়াতেই পারেননি লঙ্কান ব্যাটসম্যানরা। তাদের প্রথম ইনিংস গুটিয়ে গেছে ১৮৪ রানেই। অথচ লঙ্কান ওপেনার বিক্রমাসিংহে করেন ৭৩ রান। ৪৭ করেন কাভিস্কা লক্ষ্মণ। তারপরও শাহীনের তোপে দলের ইনিংস বড় হয়নি সফরকারিদের।
জবাবে ২ উইকেটে ৭১ রান নিয়ে দিন শেষ করেছে বাংলাদেশ। প্রান্তিক নওরোজ নাবিল ২৮ আর সাজিদ হোসেন সিয়াম আউট হয়েছেন ২৬ রান করে। প্রীতম কুমার ৬ আর আলভি হক ৮ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করবেন।