জিয়ার মাজারে পুলিশী হামলা প্রতিহিংসার রাজনীতির চুড়ান্ত রূপ : খুলনা বিএনপি

0
318

খবর বিজ্ঞপ্তি:
শহীদ জিয়ার মাজারে পুলিশী হামলা ও গুলিবর্ষণের ঘটনা এবং একই সময়ে যশোর বিএনপি অফিসে হামলার ঘটনা সরকারের প্রতিহিংসার রাজনীতির চুড়ান্ত রূপ। এ ধরণের হিং¯্র আক্রামণ দেশের গণতন্ত্রকে আরও বিপন্ন করে তুলবে। বিএনপির শান্তিপুর্ণ কর্মসূচি সরকার ও সরকারি দলের সশস্ত্র হামলা গুলি ও ছুরি মেরে প্রাণনাশের চেষ্টা প্রমান করে একদলীয় সরকার দেশে বিরোধী দল দেখতে চায় না। ঢাকা ও যশোর বিএনপি নেতাকর্মি ও বিএনপির অফিসে শাসক দলের নগ্ন হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে খুলনা মহানগর বিএনপি।
নেতৃবৃন্দ সন্ত্রাসী হামলায় আহত ঢাকা ও যশোরে বিএনপির কেন্দ্রীয় নেতা আমানউল্লাহ আমান, আমিনুল ইসলাম, দেলোয়ার হোসেন খোকন ও গোলাম রেজা দুলুসহ শতাধিক আহত নেতাকর্মির আশু রোগমুক্তি ও ঢাকায় আটক ১০ নেতাকর্মির নিঃশর্ত মুক্তির দাবি জানান। বিবৃতিদাতা নেতৃবৃন্দরা হলেন খুলনা মহানগর বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু, সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মনি, সাহারুজ্জামান মোর্ত্তজা, মীর কায়সেদ আলী, শেখ মোশাররফ হোসেন, জাফরউল¬াহ খান সাচ্চু, জলিল খান কালাম, সিরাজুল ইসলাম, এড. ফজলে হালিম লিটন, এড. বজলুর রহমান, এড. এস আর ফারুক, স ম আব্দুর রহমান, শেখ ইকবাল হোসেন, শেখ জাহিদুল ইসলাম, অধ্যক্ষ তারিকুল ইসলাম, অধ্যাপক আরিফুজ্জামান অপু, সিরাজুল হক নান্নু, মো. মাহবুব কায়সার, নজরুল ইসলাম বাবু, আসাদুজ্জামান মুরাদ, এস এম আরিফুর রহমান মিঠু ও ইকবাল হোসেন খোকন প্রমুখ।