জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে নগর বিএনপির কর্মসূচি : থাকছেন মহাসচিব মির্জা ফখরুল

0
338

বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এর ৮২ তম জন্মবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে খুলনা মহানগর বিএনপির পাঁচ দিনের কর্মসূচি গ্রহণ করেছে। মঙ্গলবার ১৬ জানুয়ারী সকালে কে ডি ঘোষ রোডস্থ দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত নগর বিএনপির সহ সভাপতি, উপদেষ্টা ও সম্পাদকমন্ডলীর সভায় এ কর্মসূচি গ্রহণ করা হয়।

কর্মসূচির মধ্যে রয়েছে ১৯ জানুয়ারী শুক্রবার সকাল ১১ টায় দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও শহীদ জিয়ার আত্মার মাগফিরাত কামণায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে। সন্ধ্যায় জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করবে। ২০ জানুয়ারী মহানগর যুবদলের আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান সকাল ১১ টায় এবং সন্ধ্যায় দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ। ২১ জানুয়ারী সকাল ১১ টায় জাতীয়তাবাদী ছাত্রদলের আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান দলীয় কার্যালয়ে।
২২ জানুয়ারী সোমবার মহানগর বিএনপির আলোচনা সভা সকাল ১১ টায় হোটেল টাইগার গার্ডেন অডিটোরিয়ামে। আলোচনা সভায় প্রধান অতিথি থাকবেন বিএনপির সংগ্রামী মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ২৩ জানুয়ারী সন্ধ্যায় দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ হবে।
সভা থেকে নগর বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক, ছাত্রদল কেন্দ্রীয় নির্বাহী সংসদের যুগ্ম সম্পাদক ও খুলনা মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি মাসুদ পারভেজ বাবুকে পুলিশ গ্রেফতার করায় তিব্র নিন্দা জানানো হয়। সভা থেকে তার অবিলম্বে নিঃশর্ত মুক্তি দাবি করা হয়।
বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও খুলনা মহানগর সভাপতি সাবেক এমপি নজরুল ইসলাম মঞ্জুর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন কেসিসির মেয়র মনিরুজ্জামান মনি, সাহারুজ্জামান মোর্ত্তজা, কাজী সেকেন্দার আলী ডালিম, মীর কায়সেদ আলী, শেখ মোশারফ হোসেন, জাফরউল্লাহ খান সাচ্চু, শেখ খায়রুজ্জামান খোকা, এ্যাড. বজলুর রহমান, শাহজালাল বাবলু, রেহানা আক্তার, স ম আব্দুর রহমান, জাহিদুল ইসলাম, ফখরুল আলম, অধ্যক্ষ তারিকুল ইসলাম, শেখ আমজাদ হোসেন, অধ্যাপক আরিফুজ্জামান অপু, সিরাজুল হক নান্নু, মাহবুব কায়সার, নজরুল ইসলাম বাবু, আসাদুজ্জামান মুরাদ, মহিবুজ্জামান কচি, শফিকুল আলম তুহনি, আজিজুল হাসান দুলু, এ্যাড. গোলাম মাওলা, আজিজা খানম এলিজা, ইকবাল হোসেন খোকন, গিয়াসউদ্দিন বনি, সাদিকুর রহমান সবুজ, মোঃ শাহজাহান, শেখ সাদী, জালু মিয়া, ইউসুফ হারুন মজনু, সাজ্জাদ আহসান পরাগ, সাজ্জাদ হোসেন তোতন, কে এম হুমায়ুন কবীর, হাসানুর রশিদ মিরাজ, একরামুল হক হেলাল, আব্দুল আজিজ সুমন, শামসুজ্জামান চঞ্চল, হাসান মেহেদী রিজভী, শেখ ইমাম হোসেন, আবুল কালাম শিকদার, সাইফুল ইসলাম, মাহবুব হাসান পিয়ারু, নাজমুল হুদা চৌধুরী সাগর, কামরান হাসান, শরিফুল ইসলাম ববাু, হেলাল আহম্মেদ সুমন, আবু সাঈদ শেখ, আব্দুর রহমান, মাওলানা আব্দুল গফফার, সাইমুন ইসলাম রাজ্জাক, কাজী নেহিবুল হাসান নেহিম, মোহাম্মদ আলী প্রমুখ।  প্রেস বিজ্ঞপ্তি
#