জিম্বাবুয়েকে ৯১ রানে হারাল বাংলাদেশ

0
443

টাইমস ডেস্ক :
অল্প পুঁজি নিয়েও সাকিব-সানজামুল-মাশরাফী ও মুস্তাফিজের বোলিং নৈপুণ্যে জয় পেয়েছে বাংলাদেশ। জিম্বাবুয়েকে হারিয়েছে ৯১ রানে। ওডিআইতে ৩০ জয়ে সাবেক অধিনায়ক হাবিবুল বাশারকে পেছনে ফেললেন মাশরাফী মোর্ত্তজা।
২১৭ রানের টার্গেটে শুরুতে আউট হন হ্যামিলটন মাসাকাদজা। ব্রেক থ্রু দেন মাশরাফী। এরপরই সাকিবের জোড়া আঘাত, সোলেমন মিরের পর ফেরান ব্রেন্ডন টেইলরকে। সানজামুল ফেরান পিটার মুর ও ম্যালকম ওয়েলারকে। সাকিবের পর হ্যাটিট্রকের সম্ভাবনা জাগিয়েছিলেন সানজামুল।

জোড়া উইকেট নেন মুস্তাফিজও। ইনিংস সর্বোচ্চ ৩৯ রান আসে সিকান্দার রাজার ব্যাটে। এর আগে দ্রুত বিজয়কে হারানোর ধাক্কা সামলে নেন তামিম ও সাকিব। এক ভেন্যুতে সর্বোচ্চ রানের রেকর্ড গড়ার দিনে প্রথম বাংলাদেশি হিসেবে ছয় হাজার রান পূর্ণ করেন তামিম।

এ দুইজনের ১০৬ রানের জুটি ভাঙেন সিকান্দার রাজা। ৫১ কোরে আউট হন সাকিব। এরপর ছন্দপতন, ব্যর্থ মিডল অর্ডার। ২১ রানে ৫ উইকেট হারিয়ে চাপে পড়ে টাইগাররা। টেইল এন্ডারের দৃঢ়তায় দুশো পার কোরেছে স্বাগতিকরা। সানমাজুল ১৯ আর মুস্তিফিজের ব্যাটে আসে ১৮ রান।