জিদানদেপ্র কাজ জেতা, সমালোচকদেপ্র মুখ বন্ধ কপ্রা নয়

0
214

টাইমস স্পোর্টস:
এল ক্লাসিকোপ্র আগে কত সমালোচনাই না হয়েছে জিনেদিন জিদানেপ্র। খেলোয়াড়দেপ্র তো প্রীতিমতো ধুয়ে দিচ্ছিলেন সমালোচকেপ্রা। ক্লাবেপ্র সমর্থক থেকে শুপ্রু কপ্রে সাবেক ফুটবলাপ্র, ফুটবল প-িতেপ্রা চাপ্রদিক থেকে ছুড়ে মেপ্রেছেন তীক্ষ্ণ কথাপ্র বাণ। কেউ কেউ তো সান্তিয়াগো বার্নাব্যুতে জিদানেপ্র ভবিষ্যৎ নিয়েও প্রশ্ন তুলেছিলেন! লিগে কাদিজেপ্র কাছে হাপ্র; চ্যাম্পিয়নস লিগে শাখতাপ্র দোনেৎস্কেপ্র কাছে অপদস্থ হওয়াÍপ্রিয়াল ছিল আত্মবিশ্বাসেপ্র তলানিতে। কিন্তু কাল বার্সেলোনাকে তাদেপ্র মাঠেই ৩-১ গোলে হাপ্রিয়ে পাল্টে গেছে সবকিছুই।
ম্যাচেপ্র আগে সমালোচকদেপ্র কিছু কথাপ্র জবাব দিয়েছিলেন জিদান। সেটা অবশ্য কঠিন কিছু ছিল না। শুধু বলেছিলেন, যে যতই সমালোচনা কপ্রুক না কেন তিনি তাঁপ্র খেলোয়াড়দেপ্র পাশেই আছেন। মাঠেপ্র লড়াইটা তো খেলোয়াড়েপ্রাই কপ্রেন! সবাই ভেবেছিল, এমন চাপেপ্র মুখে থেকেও ক্লাসিকোপ্র মতো একটি ম্যাচ জয়েপ্র পপ্র নিশ্চয়ই সমালোচকেপ্র ধুয়ে দেবেন জিদান। ম্যাচ শেষেপ্র সংবাদ সম্মেলনে এসব প্রসঙ্গ উঠেওছিল।
কিন্তু জিদান ছিলেন খুব শান্ত। সমালোচকদেপ্র উদ্দেশ কপ্রে কিছু না বলেও অনেক কিছু বলে দিয়েছেন ফপ্রাসি কোচ। প্রিয়ালেপ্র সাবেক তাপ্রকা আসলে বোঝাতে চেয়েছেন, এই সব সমালোচকদেপ্র তিনি কোনো পাত্তাই দেন না। একটা-দুইটা ম্যাচে দল খাপ্রাপ কপ্রলেই যাঁপ্রা কোচ আপ্র খেলোয়াড়দেপ্র সমালোচনা কপ্রতে ঝাঁপিয়ে পড়ে, তাঁদেপ্র সমালোচনা কিছু আসে-যায় না! ন্যু ক্যাম্পে ৩-১ গোলে জয়েপ্র পপ্র জিদান বলেছেন, ‘সমালোচকদেপ্র মুখ বন্ধ কপ্রা আমাদেপ্র কাজ নয়। আমপ্রা এপ্র জন্য মাঠে নামি না।’
লা লিগা ও চ্যাম্পিয়নস লিগÍটানা দুটি ম্যাচ হাপ্রলেও চলতি মৌসুমেপ্র শুপ্রুতে দলেপ্র পাপ্রফপ্রম্যান্স খুশিই জিদান। লিগে ছয় ম্যাচেপ্র দুটিতে জিতেছে তাঁপ্র দল। গতকাল বার্সাপ্র বিপক্ষে জয়েপ্র পপ্র সেই সন্তুষ্টি তিনি লুকাননি, ‘আমপ্রা আমাদেপ্র কাজ কপ্রি। নিজেদেপ্র ওপপ্র বিশ্বাস প্রাখি। দলেপ্র কঠিন সময়ে আমপ্রা ঐক্যবদ্ধ হয়েই সবকিছু কপ্রি। আমি আমাপ্র খেলোয়াড়দেপ্র নিয়ে সন্তুষ্ট।’ বার্সাপ্র বিপক্ষে জয় নিয়ে জিদান বলেছেন, ‘প্রক্ষণটা আমপ্রা খুব ভালোভাবে কপ্রতে পেপ্রেছি। বার্সেলোনাপ্র মতো একটি দলেপ্র বিপক্ষে আমপ্রা দু-তিনবাপ্র ফাঁক খুঁজে পেয়েছি। আপ্র শেষ দিকে দল হিসেবে ভালো একটি ম্যাচ খেলতে চেয়েছি।’ ফেদেপ্রিকো ভালভাদেপ্র গোলে এগিয়ে যায় প্রিয়াল। নিজেদেপ্র মাঠে বার্সেলোনা সমতায় ফেপ্রে আনসু ফাতিপ্র গোলে। তবে পেনাল্টি থেকে গোল কপ্রে প্রিয়ালকে আবাপ্র এগিয়ে দেন অধিনায়ক সের্হিও প্রামোস। শেষ দিকে বার্সাপ্র কফিনে শেষ পেপ্রেকটি ঠোকেন বদলি হিসেবে নামা লুকা মদপ্রিচ। পেনাল্টিটি প্রামোস নিজেই আদায় কপ্রে নিয়েছিলেন। এটা ঠিক যে বার্সাপ্র ক্লেমো লংলে বক্সেপ্র মধ্যে প্রামোসেপ্র জার্সি ধপ্রে হালকা টান দিয়েছিলেন, তবে এপ্র জন্য প্রামোস যেভাবে মাঠে পড়ে গেছেন সেটাকে অভিনয় বলছেন অনেকেই। ভিএআপ্র এটিকে পেনাল্টি দিয়েছে। তবে এটা নিয়ে বিতর্ক তুলেছে অনেকেই। তা উঠতে পাপ্রে, প্রামোস পেনাল্টি থেকে গোল কপ্রতে ভুল কপ্রেননি। এ নিয়ে প্রিয়াল ও স্পেনেপ্র হয়ে সর্বশেষ ২৫টি পেনাল্টিপ্র সব কটিতেই গোল কপ্রলেন। পেনাল্টিপ্র বিতর্ক নিয়ে কিছু বলেননি জিদানও। ক্লাসিকো জয়েপ্র আনন্দে ভাসছেন প্রিয়াল মাদ্রিদ কোচ, ‘খুব ভালো খেলেছি আমপ্রা। খেলোয়াড়দেপ্র নিয়ে আমি খুশি। গত কয়েক দিন সমালোচকেপ্রা এত কিছু বলাপ্র পপ্রও আমপ্রা ভালো খেলেছি। আমি দলেপ্র খেলায় সন্তুষ্ট।’