জিতে যাওয়া সহজ, হেরে যাওয়া সহজ নয়: ট্রাম্প

0
169

টাইমস বিদেশ :
মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বলেছেন, নির্বাচনে জিতে যাওয়া সহজ। কিন্তু হেরে যাওয়া তার জন্য মোটেই সহজ ব্যাপার নয়। জয়ী হওয়ার দারুণ আশা, আবার হেরে যাওয়ার শঙ্কাও ফুটে উঠেছে তার কথায়। তিনি বলেন, ‘‘আমার বিশ্বাস, আমাদের জন্য আজকের রাত অসাধারণ হতে চলেছে। তবে এটা রাজনীতি এবং এটা নির্বাচন। এখানে যে কোনও কিছুই ঘটতে পারে।” মঙ্গলবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছে। এদিন স্থানীয় সময় দুপুরে ট্রাম্প ওয়াশিংটন থেকে ভার্জিনিয়ার আর্লিংটনে তার নির্বাচনী প্রচার শিবিরের প্রধান কার্যালয়ে যান। ট্রাম্পকে দেখে সেখান থাকা তার ভক্ত-সমর্থক ও প্রচার কর্মীরা আনন্দে চিৎকার করতে করতে হাততালি দেয়। ট্রাম্প সেখানে এতদিন ধরে নির্বাচনী প্রচার কাজে অক্লান্ত পরিশ্রম করা কর্মীদের ধন্যবাদ দেন। তিনি বলেন, ফ্লোরিডা, অ্যারিজোনা ও টেক্সাসে তাদের প্রচার কাজ অত্যন্ত ভাল হয়েছে। তবে পেনসিলভানিয়ায় জয়লাভ খুবই গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন তিনি। সমর্থকদের উদ্দেশে ট্রাম্প বলেন, ‘‘জিতে যাওয়া সহজ। হেরে যাওয়া সহজ নয়। আমার জন্য তো নয়ই।” নির্বাচনী প্রচার কাছে গত কয়েক দিন ধরে দেশজুড়ে ছুটে বেড়িয়েছেন ট্রাম্প। নানা সভা-সমাবেশে ঘণ্টার পর ঘণ্টা বক্তৃতা দিয়ে হয়েছে। ফলে তার গলার স্বর কিছুটা ভেঙে গেছে।