জালালকে ইরানের হাতে তুলে দিল ফ্রান্স

0
226

খুলনাটাইমস ডেস্ক: ফ্রান্সে আটক একজন ইরানি প্রকৌশলীকে তেহরানের কাছে হস্তান্তর করেছে প্যারিস। মার্কিন নিষেধাজ্ঞা লঙ্ঘনের অভিযোগে জালাল রুহুল্লাহনেজাদ নামের ওই ইরানি নাগরিককে আমেরিকার কাছে হস্তান্তর করতে চেয়েছিল ফ্রান্স। ইরানের বিচার বিভাগের একাধিক সূত্র প্রেস টিভিকে জানিয়েছে, জালাল রুহুল্লাহনেজাদকে শুক্রবার প্যারিসের ইরান দূতাবাসের কাছে হস্তান্ত করা হয় এবং তিনি দেশের পথে রয়েছেন। ২০১৯ সালের ২ ফেব্রুয়ারি ফ্রান্সের নাইস বিমানবন্দর থেকে জালালকে আটক করা হয়েছিল। ওই বছরেরই মে মাসে দক্ষিণ ফ্রান্সের একটি আদালত ওই ইরানি প্রকৌশলীকে জামিন দিতে অস্বীকার জানিয়ে তাকে আমেরিকার কাছে প্রত্যার্পনের নির্দেশ দেয়। জালালের বিরুদ্ধে অভিযোগ, তিনি আমেরিকার নিষেধাজ্ঞা লঙ্ঘন করে সামরিক কাজে ব্যবহারের জন্য ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর জন্য মার্কিন প্রযুক্তি আমদানির চেষ্টা করছিলেন। সম্প্রতি ফ্রান্সের সুপ্রিম কোর্ট জালালকে ওয়াশিংটনের হাতে তুলে দেয়ার নির্দেশ বহাল রাখে। তবে সূত্রগুলো জানিয়েছে, প্যারিসের সঙ্গে তেহরানের ঘনিষ্ঠ সংলাপের জের ধরে মুক্তি পেয়েছেন জালাল রুহুল্লাহনেজাদ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০১৮ সালের মে মাসে আমেরিকাকে ইরানের পরমাণু সমঝোতা থেকে বের করে নেন এবং একই বছরের নভেম্বরে তেহরানের ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেন। তারপর থেকে ওই নিষেধাজ্ঞা লঙ্ঘনকারী বহু ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপরও নিষেধাজ্ঞা জারি করে আমেরিকা। এর আগে ২০১৯ সালের ডিসেম্বরে ইরানের স্টেম সেল বিজ্ঞানী ড. মাসুদ সোলেইমানিকে আমেরিকার কাছ থেকে মুক্ত করে আনতে সক্ষম হয় তেহরান। সোলেইমানির বিরুদ্ধেও মার্কিন নিষেধাজ্ঞা লঙ্ঘনের অভিযোগ আনা হয় এবং তিনি আমেরিকা সফরে গেলে তাকে সেখান থেকে আটক করা হয়। এক বছর মার্কিন কারাগারে বন্দি থাকার পর সুইজারল্যান্ডের মধ্যস্থতায় মুক্তি পান মাসুদ সোলেইমানি।