জামানত খুইয়েছেন জামায়াতের মেয়র প্রার্থী জুবায়ের

0
501

অনলাইন ডেস্কঃ   

সদ্য শেষ হওয়া সিলেট সিটি কর্পোরেশনের চতুর্থ নির্বাচনে জামানত খুইয়েছেন ৫ মেয়র প্রার্থী। এদের মধ্যে রয়েছেন বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের শরীক জামায়াতে ইসলামীর মেয়র প্রার্থী ও দলটির সিলেট মহানগর শাখার আমির অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের। নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে টেবিল ঘড়ি প্রতীক নিয়ে তিনি পেয়েছেন মাত্র ১০ ১০ হাজার ৯৫৪ ভোট। যদিও ভোটের ফলাফলে তিনি তৃতীয় অবস্থানে রয়েছেন।

এছাড়া বাকি চার মেয়র প্রার্থী হলেন ইসলামী আন্দোলন মনোনীত হাতপাখা প্রতীকের মেয়র প্রার্থী ডা. মো. মোয়াজ্জেম হোসেন খাঁন, বাসদ-সিপিবির মই প্রতীকের মেয়র প্রার্থী আবু জাফর, বিএনপির বিদ্রোহী বাসগাড়ি প্রতীকের স্বতন্ত্র মেয়র প্রার্থী বদরুজ্জামান সেলিম ও হরিণ প্রতীকের স্বতন্ত্র মেয়র প্রার্থী মো. এহছানুল হক তাহের।

তবে নির্বাচনের আগে বদরুজ্জামান সেলিম নির্বাচনের আগে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিএনপি মনোনীত প্রার্থী আরিফুল হক চৌধুরীকে সমর্থন দিয়ে নির্বাচনের মাঠ থেকে সরে যান। ভোটগ্রহণ শেষে সেলিম ছাড়া অন্য পাঁচ মেয়র প্রার্থীর মধ্যে চারজনই নির্বাচন প্রত্যাখ্যান করেছেন।

নির্বাচনে বিএনপির প্রার্থী আরিফুল হক চৌধুরী তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের প্রার্থী বদরউদ্দিন আহমদ কামরানের চেয়ে ৪ হাজার ৬২৬ ভোটে এগিয়ে আছেন। টানা দ্বিতীয়বারের মতো বিজয়ী হওয়ার পথে তিনি। কারণ ২৪ ও ২৭ নম্বর ওয়ার্ডের স্থগিত দুটি ভোট কেন্দ্রের মোট ভোটার সংখ্যা ৪ হাজার ৭৮৭টি।

সোমবার মধ্যরাতে ইসিসূত্রে পাওয়া ১৩২টি কেন্দ্রের মধ্যে আরিফুল হক চৌধুরী পেয়েছেন ৯০ হাজার ৪৯৬ ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী বদরউদ্দিন আহমদ কামরান পেয়েছেন ৮৫ হাজার ৮৭০ ভোট।

স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) নির্বাচন বিধিমালা-২০১০ এর ৪৪ বিধির ৩ উপবিধি অনুযায়ী- ভোটগ্রহণ বা ভোট গণনা শেষ হওয়ার পর যদি দেখা যায় কোনো প্রার্থী প্রদত্ত ভোটের ৮ ভাগের এক ভাগ ভোট পেতে ব্যর্থ হয়েছেন, তাহলে তার জামানত সরকারের অনুকূলে বাজেয়াপ্ত হবে। সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে ৩ লাখ ২১ হাজার ৭৩২ জন ভোটারের বিপরীতে ভোটাধিকার প্রয়োগ করেছেন ১ লাখ ৯৮ হাজার ১৫৭ জন। যা সিলেট নগরের মোট ভোটারের ৬২ শতাংশ। সেই হিসেবে মেয়র প্রার্থীদের জামানত টিকিয়ে রাখতে ২৪ হাজারের বেশি ভোট পেতে হবে। কিন্তু ৫ প্রার্থীর কেউই এ পরিমাণ ভোট পাননি। এমনকি বাকি দুই কেন্দ্রের সব ভোট পেলেও এই ৫ জনের কারও পক্ষে জামানত টিকিয়ে রাখা সম্ভব হয়।

নাগরিক ফোরামের প্রার্থী মহানগর জামায়াতের আমির এহসানুল মাহবুব জুবায়ের টেবিল ঘড়ি প্রতীকে পেয়েছেন ১০ হাজার ৯৫৪ ভোট, ইসলামী আন্দোলনের প্রার্থী ডা. মো. মোয়াজ্জেম হোসেন হাত পাখা প্রতীকে পেয়েছেন ২ হাজার ১৯৫ ভোট, সিপিবি-বাসদ মনোনীত প্রার্থী আবু জাফর মই প্রতীকে পেয়েছেন ৯০০ ভোট, নাগরিক কমিটির প্রার্থী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম বাসগাড়ি প্রতীকে পেয়েছেন ৫৮২ ভোট এবং সচেতন নাগরিক সমাজের প্রার্থী মো. এহছানুল হক তাহের হরিণ প্রতীক নিয়ে পেয়েছেন ২৯২ ভোট।