জানমালের নিরাপত্তা ও সার্বিক সচেতনতা বৃদ্ধি সভা অনুষ্ঠিত

0
400

তথ্য বিবরণী : খুলনা বিভাগের নিরাপত্তা সম্পর্কে সার্বিক সচেতনতা বৃদ্ধি ও জানমালের নিরাপত্তা সংক্রান্ত সভা সোমবার সকালে বিভাগীয় কমিশনার লোকমান হোসেন মিয়ার সভাপতিত্বে তাঁর সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় আসন্ন খুলনা সিটি কর্পোরেশন নির্বাচন যেন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয় এ ব্যাপারে আলোচনা হয়। এছাড়া রমজান মাস সমাগত, রমজানে নিত্যপণ্যের মূল্য যেন বৃদ্ধি না পায় সেদিকে নজরদারি বাড়ানোর পরামর্শ দেয়া হয়।

এছাড়া সভায় গুরুত্বপূর্ণ দপ্তরসমূহে ক্লোজ সার্কিট ক্যামেরা স্থাপন, জঙ্গীবাদ মাদকদ্রব্য নিয়ন্ত্রণে ইমামদের ভূমিকা বৃদ্ধি, ইভটিজিং ও বাল্যবিয়ে প্রতিরোধে সচেতনতামূলক সভা ও প্রচার অব্যাহত রাখার বিষয়ে আলোচনা হয়। সভায় নাজুক সড়ক ব্যবস্থার দ্রæত সংস্কার, অবৈধ স্থাপনা অপসারণ, শিক্ষা প্রতিষ্ঠানে নিরাপত্তা বৃদ্ধি,এইচএসসি পরীক্ষা সুষ্ঠুভাবে পরিচালনা বিষয়েও আলোচনা করা হয়।সভায় খুলনা বিভাগের ১০জেলার জেলা প্রশাসকসহ বিভাগীয় পর্যায়ের স ংশ্লিষ্ট দপ্তর প্রধানরা উপস্থিত ছিলেন।