জাঁকজমকপূর্ণ ক্রিকেট টুর্নামেন্টে দেবহাটা প্রেসক্লাবকে হারিয়ে থানা জয়ী

0
185
আব্দুর রব লিটু : ‘পুলিশ-সাংবাদিক সম্পর্কের সেতুবন্ধন, বেঁচে থাকুক আজীবন’- শ্লোগানকে সামনে রেখে প্রতিবছরের ন্যায় এবারও জাঁকজমকপূর্ণ পরিবেশের মধ্যদিয়ে সম্পন্ন হয়েছে দেবহাটা প্রেসক্লাব বনাম দেবহাটা থানা দলের প্রীতি ক্রিকেট টুর্নামেন্ট। দেবহাটা প্রেসক্লাবের আয়োজনে সোমবার দুপুর আড়াইটা থেকে দেবহাটা ফুটবল মাঠে প্রীতি ক্রিকেট টুর্নামেন্টটি অনুষ্ঠিত হয়। খেলায় প্রেসক্লাব দলের অধিনায়কের দায়িত্বে ছিলেন উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী ও থানা দলের অধিনায়কের দায়িত্বে ছিলেন ওসি শেখ ওবায়দুল্লাহ। শুরুতেই টসে জিতে থানা দল প্রেসক্লাব দলের খেলোয়াড়দের ব্যাটিংয়ের আহ্বান জানান। নির্ধারিত পনের ওভারের ব্যাটিংয়ে ৪ উইকেটে প্রেসক্লাব দলে খেলোয়াড়রা ১২৬ রান সংগ্রহ করেন। পরবর্তীতে ব্যাটে নেমে থানা দলের খেলোয়াড়রা ৪ উইকেট হারিয়ে খেলার নির্ধারিত পনের ওভারের তিন ওভার বাকি থাকতেই তাদের লক্ষ্যে পৌঁছে যান। খেলা চলাকালীন চার-ছক্কা হাকিয়ে পুলিশ ও সাংবাদিক দলের খেলোয়াড় ও সমর্থকদের নাচ-গানে মুখরিত হয়ে ওঠে গোটা মাঠ। দেবহাটা প্রেসক্লাবের সভাপতি আব্দুর রব লিটু ও সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শাওনের সার্বিক ব্যবস্থাপনায় এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, সাতক্ষীরা জেলা পরিষদের সদস্য আলহাজ্ব আল ফেরদাউস আলফা, দেবহাটা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ফরিদ আহমেদ, সহকারী পুলিশ সুপারের কার্যালয়ের পরিদর্শক মিজানুর রহমান, নওয়াপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলমগীর হোসেন সাহেব আলী, সখিপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাইফুল ইসলাম, উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি মিজানুর রহমান মিন্নুর। খেলায় ধারাভাষ্যকার ছিলেন সুবর্ণাবাদ সেন্ট্রাল হাইস্কুলের শিক্ষক সঞ্জয় সরকার ও জিন্নাত আলী। আম্পায়ার ছিলেন দেবহাটা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হযরত আলী এবং পাইলট হাইস্কুলের শিক্ষক ভৈরব চন্দ্র ঘোষ। দেবহাটা প্রেসক্লাব দলের খেলোয়াড়দের মধ্যে ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক মোমিনুর রহমান, অর্থ সম্পাদক কবির হোসেন, আজিজুল হক আরিফ, আরাফাত হোসেন লিটন, বায়েজিদ বোস্তামী উজ্জ্বল, লিটন ঘোষ বাপী, আব্দুস সালাম, এসকে অভি, মিজানুর রহমান, এসএম নাসির উদ্দীন ও আব্দুল আলিম মিঠু। অপরদিকে দলের খেলোয়াড়দের মধ্যে ছিলেন সৈয়দ মোবাশ্বের আলী, এসআই আসিফ মাহমুদ, এসআই আশিক রায়হান, এসআই হাফিজুর রহমান, এসআই মোজাম্মেল, এএসআই আব্দুর রহিম, এএসআই আকিদুল ইসলাম, কনস্টেবল রাসেল রানা, মিকাইল হোসেন, ফেরদৌস, এনামুল হক, ফয়সাল আহমেদ, রুবেল আহমেদ, সবুজ। খেলায় সেরা বোলিং নির্বাচিত হন দেবহাটা থানার ওসি শেখ ওবায়দুল্যাহ এবং সেরা খেলোয়াড় নির্বাচিত হন কনস্টেবল মিকাইল হোসেন। পুরষ্কার বিতরণকালে জাঁকজমকপূর্ণ এমন টুর্নামেন্টের আয়োজন করায় দেবহাটা প্রেসক্লাব নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান অতিথিরা।