জলবায়ু পরিবর্তনজনিত কারণে স্থানান্তরিত ও ঝুঁকিপূর্ণ দরিদ্র জনগোষ্ঠীর মধ্যে ছাগল বিতরণ অনুষ্ঠিত

0
146

খবর বিজ্ঞপ্তি:
খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক বলেছেন, জলবায়ু উদ্বাস্তুদের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নে সরকারের পাশাপাশি বিভিন্ন দাতা সংস্থাও এগিয়ে এসেছে। এ সহযোগিতা কাজে লাগিয়ে নিজেদের ভাগ্য নিজেদের গড়ে নিতে হবে। সিটি মেয়র রবিবার সকালে নগরীর রায়েরমহল মাধ্যমিক বিদ্যালয় মাঠে জলবায়ু পরিবর্তনজনিত কারণে স্থানান্তরিত ও ঝুঁকিপূর্ণ দরিদ্র জনগোষ্ঠীর মধ্যে ছাগল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। জলবায়ু পরিবর্তনজনিত কারণে খুলনা মহানগরীতে স্থানান্তরিত ও ঝুঁকিপূর্ণ জীবন যাপনকারী দরিদ্র জনগোষ্ঠীর আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নে আরবান ম্যানেজমেন্ট অব মাইগ্রেশন এন্ড লাইভলিহুড (ইউএমএমএল) ও আরবান ম্যানেজমেন্ট অব ইন্টারন্যাল মাইগ্রেশন ডিউ টু ক্লাইমেট চেঞ্জ (ইউএমআইএমসিসি) প্রকল্পের আওতায় এ কার্যক্রম হাতে নেয়া হয়েছে। ইউরোপীয় ইউনিয়ন ও জার্মান ফেডারেল মিনিস্ট্রি ফর ইকোনোমিক ডেভেলপমেন্ট এন্ড কো-অপারেশন (বিএমজেড) এর যৌথ অর্থায়নে এবং বাংলাদেশ রিজিলিয়েন্ট এন্ড লাইভলিহুড প্রোগ্রামের আওতায় (জিআইজেড) মহানগরীতে প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে। অনুষ্ঠানে সিটি মেয়র প্রকল্পভুক্ত ৫৫টি পরিবারের প্রত্যেককে ১টি করে ৫৫টি বøাক বেঙ্গল ছাগল প্রদান করেন। প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা করোনা মহামারীর মত বৈশ্বিক সংকট মোকাবেলাসহ জলবায়ু পরিবর্তনজনিত সৃষ্ট সংকট মোকাবেলা করে দেশকে সামনের দিকে এগিয়ে নিচ্ছেন। বর্তমানে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় আবারও তিনি জরুরী নির্দেশনা জারী করেছেন। সম্মিলিতভাবে তার নির্দেশনা প্রতিপালনের মাধ্যমে চলমান সংকট কাটিয়ে ওঠা সম্ভব হবে বলে সিটি মেয়র আশাবাদ ব্যক্ত করেন। কেসিসি’র কাউন্সিলর শেখ মোসারাফ হোসেন-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন সমাজসেবা অধিদপ্তর-খুলনার উপপরিচালক খান মোতাহার হোসেন, মহানগর আওয়ামী লীগের সিনিয়র সাংগঠনিক সম্পাদক ও রায়েরমহল মাধ্যমিক বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি শেখ মোঃ ফারুক আহমেদ ও কেসিসি’র মেয়র প্যানেলের সদস্য মেমোরী সুফিয়া রহমান শুনু। স্বাগত বক্তৃতা করেন প্রকল্পের ফোকাল পারসন ও কেসিসি’র চীফ প্লানিং অফিসার আবির উল জব্বার। অন্যান্যের মধ্যে মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা শেখ নাসির উদ্দিন, কেসিসি’র সাবেক কাউন্সিলর শেখ মফিজুর রহমান পলাশ, রায়েরমহল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আনিসুর রহমান প্রমুখ অনুষ্ঠানে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন।