জনপ্রতিনিধিদেরকে জনগণের কল্যাণে কাজ করতে হবে : এমপি নারায়ন চন্দ্র চন্দ

0
434

ডুমুরিয়া প্রতিনিধি
জনপ্রতিনিধিদেরকে জনগণের কল্যাণে কাজ করতে হবে। ক্ষমতার দাপটে কাউকে ভয় দেখিয়ে নয়। গতকাল রবিবার সকালে খুলনার ডুমুরিয়ায় আইন শঙ্খলা বিষয়ক ও উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভায় সাবেক মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ এমপি একথা বলেন।
উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ শাহনাজ বেগমের সভাপতিত্বে আলোচনা সভায় এমপি বলেন, ইউনিয়ন পরিষদকে সম্পূর্ন নিরপেক্ষতা রেখে জনগনের সেবামুলক কাজ করতে হবে। চেয়ারম্যানের সাথে কোন মেম্বরের বনিবনা নাও হতে পারে কিন্তু তার মানে এই না যে তাকে উন্নয়ন মুলক কাজের অংশ গ্রহন থেকে বঞ্চিত রাখতে হবে। কারণ সেও কিন্তু জনগনের ভোটে নির্বাচিত ইউপি সদস্য। নবাগত উপজেলা সহকারী কমিশনার (ভুমি) সঞ্জীব দাসকে উদ্দেশ্যে করে বলেন, ডুমুরিয়া উপজেলা একটি বড় উপজেলা। এখানে ১৪ ইউনিয়নের প্রায় সাড়ে ৪ লাখ লোকের বসবাস। সুতরাং অন্য উপজেলার চেয়ে কাজের চাপ অনেকটা বেশি। যে কারণে কাজে যেন বিলম্বিত না হয় এবং মানুষ যেন হয়রানীর শিকার না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। ইটভাটা সঠিকভাবে পরিচালিত হচ্ছে কিনা সেদিকে নজর দিতে তিনি ইউএনওকে নির্দেশ দিয়েছেন।সভায় বক্তব্যদেন উপজেলা ভাইস চেয়ারম্যান শারমীনা পারভীন ও গাজী আব্দুল হালিম, থানা অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম বিপ্লব, উপজেলা প্রকৌশলী বিদ্যুৎ কুমার দাস, পিআইও মোঃ আশরাফ হোসেন, কৃষি কর্মকর্তা মোছাদ্দেক হোসেন, প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ শরিফুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা এসএম কামরুজ্জামান, জনস্বাস্থ্য উপ-সহকারী প্রকৌশলী পৃথ্বীশ মন্ডল, ডাঃ প্রার্থনা রানী সুত্রধর, শিক্ষা কর্মকর্তা জিএম আলমগীর, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সেখ ফিরোজ আহমেদ, সমবায় কর্মকর্তা শেখ সেলিম আক্তার, ইউপি চেয়ারম্যান হিমাংশু বিশ্বাস, শেখ দিদারল হোসেন দিদার, আবুল হোসেন, শেখ আব্দুল গফ্ফার, সুরঞ্জিত বৈদ্য, জয়নাল আবেদিন, আ’লীগ নেতা আছফার হোসেন জোয়াদ্দার প্রমুখ।