চুয়াডাঙ্গায় জনপ্রিয় হয়ে উঠছে মাল্টা চাষ

0
715

টাইমস প্রতিনিধি :
চুয়াডাঙ্গায় জনপ্রিয় হয়ে উঠছে মাল্টা চাষ। অন্য ফসল বাদ দিয়ে এখন মাল্টায় ঝুঁকছেন অনেকেই। কৃষি কর্মকর্তারা বলছেন, বাজারে চাহিদা থাকায় চাষিরা উৎসাহিত হচ্ছেন এই ফলে। তাই আগামীতে আরো চাষ বাড়ার সম্ভাবনা দেখছেন তারা।

দামুড়হুদা উপজেলার ভগিরথপুরের সাখাওয়াত হোসেন মাল্টা চাষ শুরু করেন বছর তিনেক আগে। এখন ৫ হেক্টর জমিতে তার ফলের বাগান।

এরইমধ্যে বাগান থেকে মাল্টা তুলে বিক্রি করা শুরু করেছেন সাখাওয়াত হোসেন। প্রথমবারেই যথেষ্ট ভালো ফলন পাওয়ার আশা করছেন তিনি।

চুয়াডাঙ্গার বিভিন্ন এলাকায় এখন চোখে পড়ছে মাল্টার বাগান। বাজারে চাহিদা থাকায় এই ফল চাষে ঝুঁকছেন অনেকেই। মাল্টা কিনতে বিভিন্ন জায়গা থেকে আসছেন ব্যবসায়ীরাও।

কৃষি কর্মকর্তারা বলছেন, বাগানগুলোর ফলন আশা জাগাচ্ছে। আগামীতে চুয়াডাঙ্গায় এই ফলের চাষ বাড়ার সম্ভাবনা দেখছেন তারা।

চাষিরা বলছেন, বারি-১ জাতের মাল্টাই বেশি চাষ করছেন তারা। নতুন যারা বাগান করছেন তারাও বেছে নিচ্ছেন এই জাত।