চীনে ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ২৯

0
306

খুলনাটাইমস ডেস্ক:চীনের ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ২৯ জনে দাঁড়িয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন আরও ২৫ জন। কাদায় তলিয়ে গেছে ২১টি বাড়ি।
গত বুধবার দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় গুইঝু প্রদেশের সুইচেং জেলায় ওই ভূমিধসের ঘটনা ঘটে। চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিনহুয়া-র বরাত দিয়ে এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে টিআরটি ওয়ার্ল্ড।মৃত ২৯ জনের মধ্যে নারী ও শিশুরাও রয়েছেন। টেলিভিশনে সম্প্রচারিত ফুটেজে দেখা যায়, ভূমিধসের ফলে চাপা পড়া লোকজনকে উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছে উদ্ধারকর্মীরা। অনুসন্ধান ও উদ্ধার তৎপরতায় সরকারিভাবে ৪ দশমিক ৩৫ মিলিয়ন ডলার বরাদ্দ দিয়েছে কর্তৃপক্ষ।স্থানীয় একটি স্কুলে জরুরি মেডিক্যাল সার্ভিস চালু এবং উদ্ধার কেন্দ্র স্থাপন করেছে কর্তৃপক্ষ। নিখোঁজদের সন্ধানে এখনও উদ্ধার অভিযান পরিচালনা করছে উদ্ধারকর্মীরা।চিনের গ্রামীণ ও পার্বত্য অঞ্চলে মাঝেমধ্যেই ভূমিধসের ঘটনা ঘটে থাকে। বিশেষ করে ভারী বর্ষণের পর এমন ঘটনার প্রকোপ বেড়ে যায়। ২০১৯ সালে দেশটি বড় ধরনের একাধিক বন্যার মুখোমুখি হয়েছে।