চাকরিতে প্রবেশের বয়স ৩৫ করার দাবিতে আমরণ অনশন

0
303

খুলনাটাইমস: সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ করাসহ চার দফা দাবিতে আমরণ অনশন করছেন শিক্ষার্থীরা। গতকাল শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালন করছে তারা। বাংলাদেশ সাধারণ ছাত্রকল্যাণ পরিষদ আমরণ অনশন কর্মসূচির আয়োজন করে। আমরণ অনশনে উপস্থিত রয়েছেন বাংলাদেশ সাধারণ ছাত্রকল্যাণ পরিষদের কেন্দ্রীয় প্রধান সমন্বয়ক মোজাম্মেল মিয়াজী, সুরাইয়া ইয়াসমিন, উজ্জ্বল সরকার, জিয়াউর রহমান, মোকাদ্দেস আলী রাসেল প্রমুখ। সংগঠনের প্রধান সমন্বয়ক মোজাম্মেল মিয়াজী বলেন, সরকারি চাকরিতে প্রবেশের বয়স ৩৫ বছর করাসহ চার দফা দাবি আদায়ের লক্ষ্যে কাফনের কাপড় পরে গণঅনশন করেছি। ১৬ দিন পার হলেও সরকারের পক্ষ থেকে কোনো সাড়া পাওয়া যায়নি। দেশের প্রায় ২৮ লাখ শিক্ষিত যুবসমাজ ক্ষুব্ধ হয়ে পড়েছে। এ ছাড়া কেন্দ্রীয় সমন্বয়কসহ বেশ কয়েকজন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। দাবিগুলো হলো-সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়িয়ে ৩৫ বছরে উন্নীত করা, চাকরির আবেদন ফি কমিয়ে ৫০ থেকে ১০০ টাকার মধ্যে নির্ধারণ করা, চাকরির নিয়োগ পরীক্ষাগুলো জেলা অথবা বিভাগীয় পর্যায়ে নেওয়া ও চাকরির নিয়োগ প্রক্রিয়া তিন থেকে ছয় মাসের মধ্যে সম্পন্ন করা এবং সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়ন করা। বাংলাদেশ সাধারণ ছাত্রকল্যাণ পরিষদ গত ৬ ডিসেম্বর থেকে গণঅনশন করে আসছে। এরপরে ১৬ ডিসেম্বর থেকে শুরু করে আমরণ অনশন। দাবিগুলো মানা না হলে মৃত্যুর পথ বেছে নেবে তারা। এমন ঘোষণা দিয়েছে বাংলাদেশ সাধারণ ছাত্রকল্যাণ পরিষদ।