চমকে দিল ‘সঞ্জু’ ছবির ট্রেলার

0
465

বিনোদন ডেস্ক:
সঞ্জয় দত্তসঞ্জয় দত্তহাজতবাস, পুলিশের নির্যাতন, অপমান, মাদকাসক্তি, একাধিক নারীর সঙ্গে প্রেম—কোন অভিজ্ঞতা নেই সঞ্জয় দত্তের জীবনে? বলিউড তারকা সঞ্জয়ের এই সংগ্রাম আর চড়াই-উতরাইয়ের গল্প পর্দায় ফুটিয়ে তুলেছেন রাজ কুমার হিরানি। বুধবার (৩০ মে) প্রকাশ পেয়েছে সঞ্জয় দত্তের বায়োপিক ‘সঞ্জু’ ছবির ট্রেলার। মুম্বাইয়ে এই ছবির কলাকুশলীদের নিয়ে ঘটা করে ট্রেলার মুক্তি দেওয়া হয়।

রাজ কুমার হিরানি সঞ্জয় দত্তকে নিয়ে তৈরি করেছেন দুটি ছবি—‘মুন্না ভাই’ ও ‘লাগে রাহো মুন্না ভাই’। সঞ্জয়ের সঙ্গে চমৎকার বন্ধুত্ব তাঁর। এ অভিনেতা যখন জেলে ছিলেন, তখনো তাঁর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করেননি হিরানি। একবার সঞ্জয় প্যারোলে মুক্তি পাওয়ার পর তাঁর সঙ্গে দেখা করেন হিরানি। জেলহাজতে কাটানো ভয়ংকর সব অভিজ্ঞতার কথা শোনেন সঞ্জয়ের কাছ থেকে। সেই ঘটনাগুলো হিরানিকে সঞ্জয়ের দিকে আরও বেশি আকৃষ্ট করতে থাকে। হিরানি আজ তাঁর ছবির ট্রেলার উদ্বোধনী অনুষ্ঠানে বলেন, ‘তখন বুঝতে পারি, সঞ্জয় আমার বন্ধু হলেও তাঁর সম্পর্কে খুব বেশি কিছু জানি না। দুনিয়ার অন্য মানুষ যতটুকু জানে, আমিও ততটুকুই জানি।’

আর তাই আরও বেশি জানার আগ্রহে প্রতিদিন সঞ্জয়ের সঙ্গে দেখা করেন হিরানি। টানা ২৫ দিন সঞ্জয়ের কাছে থেকে তাঁর জীবনের গল্প শুনেছেন। তাঁদের গল্প শুরু হতো প্রতিদিন বিকেল পাঁচটায়। চলত রাত তিনটা পর্যন্ত।

আর সঞ্জয়ের চরিত্রে অভিনয় করা নায়ক রণবীর কাপুর তাঁর সম্পর্কে কী বলছেন? রণবীরের ভাষ্য, ‘আমি আজীবন চেয়েছি সঞ্জয় স্যার আমাকে পছন্দ করুক। আমি কখনোই তাঁর মতো হতে পারব না। তাঁর প্রতি আমার ভীষণ শ্রদ্ধা। আশা করি, এই ছবিতে তাঁকে যথার্থভাবে ফুটিয়ে তোলার আমার এই প্রয়াস তাঁর ভালো লাগবে।’

সঞ্জয়ের জীবনে বান্ধবীর সংখ্যা সব মিলিয়ে ৩০৮ জন। হ্যাঁ, সঞ্জয় তেমনটাই জানিয়েছেন। আর এ বিষয়টি তাঁর বায়োপিকেও উল্লেখ আছে। আর সঞ্জয়ের চরিত্রে অভিনয় করা রণবীরের বান্ধবী কয়জন? রণবীর বলেন, ‘সঞ্জয় স্যারের মতো আমার এত সাহস নেই। কখনো আমার বায়োপিক তৈরি হতে দেব না। তবে এটুকু বলতে পারি, আমার প্রেমিকার সংখ্যা দশেরও কম।’ হিন্দুস্তান টাইমস