চট্টগ্রাম ডিএনসি’র মাদক বিরোধী অভিযানে গাজাসহ ১০ জন আটক : সাজা প্রদান

0
264

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মেট্রো উপঅঞ্চলের মাদক বিরোধী অভিযানে দুই কেজি গাজাসহ ১০ জন আটক করেছেন। পরবর্তীতে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাদেরকে বিভিন্ন মেয়াদে সাজা ও অর্থদণ্ড প্রদান করা হয়। বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট শিরিন আক্তার ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। সোমবার (১৭) ফেব্রুয়ারি নগরীর বিভিন্ন এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন।
চট্টগ্রাম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মেট্রো উপঅঞ্চলের সূত্র মতে, চট্টগ্রাম মহানগরের বিভিন্ন স্থানে বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট শিরিন আক্তার এর নেতৃত্বে এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চট্টগ্রাম মেট্রো: উপ-অঞ্চলের উপপরিচালক মো. রাশেদুজ্জামান এর সার্বিক তত্ত্বাবধানে মেট্রো: উপঅঞ্চলের সার্কেলসমূহের সম্মিলিত অংশগ্রহণে মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন। এ সময় ২ কেজি গাজাসহ মোট ১০ জনকে আটক করেন। পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১০জন মাদক ব্যবসায়ী ও সেবনকারীকে বিভিন্ন মেয়াদে সাজা ও অর্থ দন্ড প্রদান করা হয়। সাজাপ্রাপ্তদের কাছ থেকে প্রায় দুই কেজি গাঁজা আলামত হিসেবে উদ্ধার করা হয়।