চট্টগ্রাম ডিএনসি’র অভিযান : আটক ১৩, সাজা প্রদান

0
206

নিজস্ব প্রতিবেদক:
চট্টগ্রাম মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের (ডিএনসি)’র পৃথক মাদক বিরোধী অভিযান চালিয়ে ১৩ জনকে মাদক ব্যবসায়ী ও সেবনকারীকে আটক করেছেন। আটককৃতদের ভ্রম্যমান আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে সাজা ও অর্থদন্ড প্রদান করা হয়। এছাড়া ৩ হাজার ৩শ পিস ইয়াবাসহ আটক মো: নূর নবী শিকদারের (২৩) মাদক আইনে মামলা দায়ের করা হয়। ভ্রম্যমান আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম আলমগীর। মঙ্গলবার (২৮ অক্টোবর) চট্টগ্রাম মহানগরীতে দিনব্যাপী অভিযান চালিয়ে তাদেরকে আটক করেন। চট্টগ্রাম মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের (ডিএনসি)’র সূত্র মতে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম মেট্রো কার্যালয়ের উপ পরিচালক মোঃ রাশেদুজ্জামান এর সার্বিক তত্ত্বাবধানে সহকারী পরিচালক মোঃ এমদাদুল হক এর সমন্বয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম আলমগীর এর নেতৃত্বে চট্টগ্রাম মেট্রো কার্যালয়ের সকল সার্কেলর সমন্বয়ে মহানগরীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে ১৩ জন মাদক ব্যবসায়ী ও সেবন কারীকে গ্রেফতার করে। বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রট এস এম আলমগীর ধৃত আসামীদের বিভিন্ন মেয়াদে কারাদন্ড ও অর্থ দন্ড প্রদান করেন। অপর দিকে ডবলমুরিং সার্কেল পরিদর্শক লোকাশীষ চাকমা এর নেতৃত্বে আলিমুল শিকদার এর পুত্র মাদক ব্যবসায়ী মোঃ নুরনবী শিকদার কাছ থেকে ৩ হাজার ৩শ’ পিস ইয়াবাসহ গ্রেফতার করে ডবলমুরিং থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন।