চট্টগ্রামে ১৭ লাখ টাকার ইয়াবাসহ আটক ২

0
159

নিজস্ব প্রতিবেদক:
চট্টগ্রাম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি)’র পৃথক অভিযান চালিয়ে ১৭ লাখ টাকার ইয়াবাসহ দুইজন মাদক পাচারকারীকে আটক করেছেন। আটককৃতরা হচ্ছে মোঃ রফিক (২২) এবং মোঃ আরিফ (৩১)। ২৮ মে শুক্রবার চট্টগ্রামে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৫ হাজার ৬শ পিস ইয়াবা জব্দ করা হয়। যার বর্তমান বাজার মুল্য ১৭ লাখ টাকা। চট্টগ্রাম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি)’র সূত্র মতে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম মেট্রো কার্যালয়ের উপ পরিচালক মোঃ রাশেদুজ্জামান এর সার্বিক তত্বাবধানে ও সহকারী পরিচালক মোঃ এমদাদুল হক এর সমন্বয়ে বন্দর ও কোতোয়ালি সার্কেল পরিদর্শক এর নেতৃত্বে বন্দর সার্কেল পরিদর্শক মোঃ সিরাজুল ইসলাম বিকেলে চট্টগ্রাম মহানগরীর চাঁদগাও থানাধীন শাহ আমানত সংযোগ সড়কস্থ বহদ্দারহাট এলান এন্ড লুবাবা টি হাউজ এর সামনে রাস্তার উপর হতে শাহ আলমের পুত্র মোঃ রফিককে ৩ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার করে বন্দর সার্কেল পরিদর্শক মোঃ সিরাজুল ইসলাম বাদী হয়ে চাঁদগাও থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ অনুযায়ী একটি নিয়মিত মামলা দায়ের করেন। অপর অভিযানে কোতোয়ালি সার্কেল পরিদর্শক মোঃ মোজাম্মেল হক এর নেতৃত্বে চকবাজার থানাধীন কাপাসগোলা ৫/৪ হাসমত উল্লাহ মুন্সেফ লেইনস্থ ফল বিতান,চট্টগ্রাম এর সামনে রাস্তার উপর হতে মৃত আ: রহিমের পুত্র মোঃ আরিফকে ২ হাজার ৬শ পিস ইয়াবাসহ গ্রেফতার করে কোতোয়ালি সার্কেলের সহকারী উপ পরিদর্শক মোঃ লুৎফর রহমান বাদী হয়ে চকবাজার থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ অনুযায়ী একটি নিয়মিত মামলা দায়ের করেন