চট্টগ্রামে ট্রেনের ধাক্কায় মাইক্রোবাসের ২ আরোহী আহত

0
336

খুলনাটাইমস: চট্টগ্রামের হাটহাজারিতে একটি লেভেল ক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় মাইক্রোবাসের দুই আরোহী আহত হয়েছেন। গতকাল বুধবার সকালে উপজেলার ছড়ারকূল এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে হাটাহাজারি থানার এসআই মোল্লা মো. জাহাঙ্গীর জানান। আহতদের মধ্যে আজিজুল হক (৬০) ওই মাইক্রোবাসের চালক। অন্যজন স্থানীয় একটি কিন্ডার গার্টেন স্কুলের আয়া, তার নাম জানা যায়নি। এসআই জাহাঙ্গীর জানান, মাইক্রোবাসটি শিক্ষার্থীদের স্কুলে আনার জন্য ছড়ারকূল পশ্চিম খাগড়িয়া এলাকায় যাচ্ছিল। রেললাইন পার হওয়ার সময় নাজিরহাট থেকে চট্টগ্রাম শহরগামী লোকাল ট্রেনের ধাক্কায় মাইক্রোবাসটি দুমড়ে মুচড়ে যায়। পরে স্থানীয়রা মাইক্রোবাসটি থেকে দুজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে এসআই জাহাঙ্গীর বলেন, ওই লেভেল ক্রসিংয়ে গেইট থাকলেও গেইটম্যান উপস্থিত না থাকায় ব্যারিয়ার নামানো হয়নি। গেট খোলা দেখে চালক মাইক্রোবাস নিয়ে রেল লাইন পার হওয়ার চেষ্টা করে দুর্ঘটনায় পড়েন। দুর্ঘটনার পর থেকে গেইটম্যানের খোঁজ পাওয়া যাচ্ছে না। এ দুর্ঘটনার কারণে সকালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়গামী বেশ কয়েকটি শাটল ট্রেনের যাত্রা বিলম্বিত হয় বলে ষোলশহর রেলওয়ে স্টেশনের মাস্টার তন্ময় চৌধুরী জানান।
কাভার্ডভ্যানে মোটরসাইকেলের ধাক্কায় নিহত ২: চট্টগ্রামে আখতারুজ্জামান ফ্লাইওভারে দাঁড়িয়ে থাকা কার্ভাডভ্যানে দুটি মোটর সাইকেলের ধাক্কায় দুই তরুণ নিহত হয়েছেন। গত মঙ্গলবার রাত ১০টার দিকে ফ্লাইওভারের মুরাদপুর ও ষোলশহর দুই নম্বর গেইটের মাঝামাঝি অংশে হওয়া দুর্ঘটনায় আরও দুইজন আহত হন বলে জানিয়েছেন পাঁচলাইশ থানার ওসি আবুল কাশেম ভূইয়া। নিহত দুজন হলেন রাঙ্গুনিয়া পদুয়া এলাকার আব্বাস আলী (১৯) ও নগরীর বহদ্দারহাট এলাকার মুন্না (২২)। ওসি আবুল কাশেম বলেন, ফ্লাইওভারে মুরাদপুরমুখী নষ্ট কাভার্ড ভ্যানটি দাঁড়িয়ে ছিল মেরামতের জন্য। এ সময় পেছন দিক থেকে দ্রুতগতির দুটি মোটর সাইকেল কার্ভাড ভ্যানকে ধাক্কা মারে। আহত চারজনকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা দুজনকে মৃত ঘোষণা করেন বলে জানান চমেক পুলিশ ফাঁড়ির পরিদর্শক জহিরুল ইসলাম।