ঘোষণাতেই থমকে আছেন এই নায়িকারা

0
245

খুলনাটাইমস বিনোদন: চিত্রনায়িকার গ্লামার আর সাবলীল অভিনয় দেখতে দর্শক ছুটে যান প্রেক্ষাগৃহে। টিকিট কেটে নায়িকার এক ফালি হাসি দেখেই মুগ্ধ হন হাজারো দর্শক। অনেকেই নিজে নায়িকা হওয়ার স্বপ্নও বুনেন। কেউ কেউ স্বপ্নকে বাস্তবে রূপ দিতে কাজ শুরু করেন ছোট পর্দা বা বিজ্ঞাপনচিত্রে। যাদের মূল লক্ষ্য থাকে বড় পর্দা। শোবিজ অঙ্গনের অনেক অভিনেত্রী একাধিকবার চলচ্চিত্রে অভিনয়ের ঘোষণা দিয়েছেন। কখনো কখনো আনুষ্ঠানিকভাবে চলচ্চিত্রে চুক্তিবদ্ধ হয়েছেন। কিন্তু তাদের অধিকাংশই ঘোষণাতেই থমকে আছেন। আবার কারো কারো দু-একটা সিনেমা মুক্তি পেলেও জ¦লে উঠতে পারেননি কেউ-ই। এ যেন আসি আসি বলেও চলচ্চিত্রের পদার্য় হাজির হতে পারেননি। তবে এদের অনেকেই ছোট পর্দায় বেশ দাপটের সঙ্গে দাপিয়ে বেড়াচ্ছেন। এই তালিকায় অন্যতম হলেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী ও মডেল সাদিয়া জাহান প্রভা। দীর্ঘদিন ধরে ছোট পর্দায় প্রশংসার সঙ্গে কাজ করছেন তিনি। তবে প্রভার স্বপ্ন রুপালি পর্দা। এই স্বপ্ন বার বার তার দরজায় কড়া নাড়লেও ধরা দেয়নি। বেশ কিছু সিনেমায় তার কাজ করার কথা সংবাদমাধ্যমে প্রকাশিত হলেও শেষ পর্যন্ত তাকে আর নায়িকা হিসেবে দেখা যায়নি। হবুল আলোচিত ‘মনপুরা’ সিনেমায় তার অভিনয়ের কথা ছিল। কিন্তু পড়াশুনা নিয়ে ব্যস্ত থাকায় নিজে থেকেই সিনেমাটি থেকে সরে দাঁড়িয়েছিলেন প্রভা। এরপর বেশ কয়েকটি সিনেমায় তার কাজ করার কথা ছিল। সেগুলোও আর হয়ে উঠেনি। ছোট পর্দার দর্শকপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। নিয়মিত নাটকে অভিনয় করে যাচ্ছেন। কয়েক বছর আগে চলচ্চিত্রের জন্য প্রস্তুতি নেন তিনি। প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার সিনেমায় তার অভিনয় করা কথা থাকলেও শেষ পর্যন্ত আর হয়ে উঠেনি। শোবিজ অঙ্গনে বহুল আলোচিত-সমালোচিত নাম জান্নাতুল নাঈম এভ্রিল। ২০১৭ সালের মিস ওয়ার্ল্ড বাংলাদেশ প্রতিযোগিতায় অংশ নিয়ে তুমুল বিতর্কের মুখে পড়েছিলেন। বিজয়ী হিসেবে সেরার মুকুট পরার পরও, তা আবার বাতিল করা হয়। এরপর তিনি নাটক ও মিউজিক ভিডিওতে কাজ করছেন। কিন্তু তার স্বপ্ন চলচ্চিত্র। সেই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে শাকিব খানের বিপরীতেও কাজ করার কথা ছিল। কিন্তু তা আর হয়ে উঠেনি। এর পরও কয়েকটি সিনেমায় তার কাজ করার কথা ছিল, কিন্তু সেগুলো আর হয়ে উঠেনি। সর্বশেষ ‘মিস হোর (বাজে নারী) বাংলাদেশ’ নামে একটি সিনেমায় কাজ করার গুঞ্জন শোনা যায়। এ দিকে মডেল-অভিনেত্রী পিয়া বিপাশা বেশ কয়েকটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েও শেষমেশ সিনেমাগুলো থেকে সরে যেতে হয় তাকে। ‘বিধির বাম’ নামে একটি সিনেমায় অভিনয়ের পর আর কোনো সিনেমাতেই এখন পর্যন্ত কাজ করেননি তিনি। লাক্স-চ্যানেল আই প্রতিযোগিতার মাধ্যমে শোবিজ অঙ্গনে পা রাখেন তিনি। এরপর বিজ্ঞাপন ও নাটকে নিয়মিত কাজ করছেন। তার অভিষেক চলচ্চিত্র ‘রুদ্র দ্য গ্যাংস্টার’। এ সিনেমার নায়িকা চরিত্রে অভিনয় করলেও তেমন পরিচিতি পাননি তিনি। এর পরে ডজন খানেক সিনেমায় চুক্তিবদ্ধ হন পিয়া। চুক্তি, গ্রæমিং ও ফটোসেশন করে শেষ পর্যন্ত অজানা কারণে সিনেমা থেকে সরে দাঁড়ান, আবার কখনো বাদ পড়েন এই অভিনেত্রী। কিন্তু এসব ঘটনার কারণ কী তাও কখনো খুলে বলেননি তিনি। অন্যদিকে সিনেমা সংশ্লিষ্টরাও বিষয়টি নিয়ে মুখ খুলেননি। ‘জিন’, ‘রাজনীতি’, ‘মনের রাজা’, ‘এত প্রেম এত মায়া’, ‘পাসওয়ার্ড’, ‘ওলট পালট’ সিনেমায় কাজ করার কথা ছিল পিয়া বিপাশার। কিন্তু অজানা কারণে এসব কাজগুলো করা হয়নি তার। লাক্স সুন্দরী প্রতিযোগিতার মাধ্যমে মিডিয়ায় পা রাখেন আজমেরী হক বাঁধন। কাজের মাধ্যমে একসময় দর্শকের নজর কাড়েন তিনি। নিয়মিত মডেলিং ও নাটকে কাজ করেন। তার স্বপ্ন রুপালি পর্দা। কিন্তু সেই স্বপ্নের দ্বারপ্রান্তে বার বার গিয়েও অজানা কারণে তা আর বাস্তবে রূপ নেয়নি। ২০১০ সালে ‘নিঝুম অরণ্য’ নামে একটি সিনেমায় অভিনয় করলেও তা প্রেক্ষাগৃহে মুক্তি পায়নি। এরপর বেশকিছু সিনেমায় কাজ করার কথা থাকলেও সেগুলো আর হয়ে উঠেনি। সর্বশেষ জাজ মাল্টিমিডিয়ার ‘দহন’ সিনেমায় তার কাজ করার কথা ছিল। প্রস্তুতিও নিয়েছিলেন তিনি। কিন্তু ব্যক্তিগত কারণ দেখিয়ে এটি থেকে সরে দাঁড়ান বাঁধন। তবে আশার কথা হলো সর্বশেষ বাঁধন একটি সিনেমায় কাজ করেছেন বলে জানা গেছে। এ সিনেমা এখনো আলোর মুখ দেখেনি। এটি মুক্তি পেলে তিনি হয়তো নিজেকে নায়িকা হিসেবে মেলে ধরতে পারবেন।