ঘূর্ণিঝড় তিতলি’র প্রভাব পড়েনি মোংলা বন্দরে

0
733

মোংলা প্রতিনিধিঃ ঘূর্ণিঝড় তিতলির তেমন কোন প্রভাব পড়েনি মোংলা বন্দরসহ সংলগ্ন উপকূলে। বৃহস্পতিবার সকাল থেকে এ এলাকায় স্বাভাবিক আবহাওয়া বিরাজ করে। বুধবার দিনভর আকাশ মেঘলা থাকার পর রাতে কিছুটা বৃষ্টিপাত হলেও বৃহস্পতিবার দিনভর ছিল রোদ্রজ্জল। ফলে এখানকার জনজীবনও ছিল স্বাভাবিক। এদিকে ঘূর্ণিঝড় আঘাত হানার আশংকায় বুধবার মোংলা বন্দরে বিদেশী জাহাজ আগমন-নির্গমন বন্ধ করে দেয়ার পর বৃহস্পতিবার সকালে ৪ নং স্থানীয় হুশিয়ারী সংকেত নামিয়ে ৩ নং সতর্কতা সংকেত দেখানোতে দুপুর থেকে বন্দরে জাহাজ আসা-যাওয়া ও পণ্য বোঝাই-খালাস কাজ স্বাভাবিক হয়েছে বলে জানিয়েছেন বন্দর কর্তৃপক্ষের হারবার মাষ্টার কমান্ডার মো: দুরুল হুদা।