ঘূর্ণিঝড় আম্পানে লণ্ডভণ্ড কোদন্ডা মাধ্যমিক বিদ্যালয়

0
324

আশাশুনি প্রতিনিধি:

সুপার সাইক্লোন ঘূর্ণিঝড় আম্পানে আশাশুনি উপজেলার সদর ইউনিয়নের কোদন্ডা মাধ্যমিক বিদ্যালয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বুধবার বিকাল থেকে মধ্যরাত পর্যন্ত উপজেলার উপর দিয়ে বইয়ে যাওয়া ঘূর্ণিঝড় আম্পানের আগ্রাসী থাবায় লণ্ডভণ্ড হয়ে যায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান। কোদন্ডা মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষা প্রোকৌশল অধিদপ্তরের নির্মিত তিন কক্ষবিশিষ্ঠ একতলা ভবনের একটি কক্ষ প্রধান শিক্ষক ও শিক্ষক মিলনায়তন,  একটি কক্ষ বিজ্ঞানাগার ও লাইব্রেরি এবং অন্য একটি ৯ম শ্রেণিকক্ষ হিসেবে ব্যবহার করা হয়। এ শ্রেণি কক্ষটি দূর্যোগকালীন সময়ে এলাকার মানুষ আশ্রয় গ্রহণ করেন। বাকী দুটি ভবনের পাঁচটি কক্ষ
ব্যবহার করা হয় শ্রেণি কক্ষ হিসাবে। কিন্তু গত বুধবার বইয়ে যাওয়া প্রলয়ংকারী ঘূর্ণিঝড় আম্পানের আগ্রাসী থাবায় ৬ষ্ঠ, ৭ম, ৮ম ও ১০ম শ্রেণির কক্ষের টিনের ছাউনি উড়ে যায়। বর্তমানে ৪টি শ্রেণি কক্ষের ছাউনি ছাড়াই ইটের দেয়াল দাঁড়িয়ে আছে। করোনা কালীন সময়ে মধ্যে যদি বিদ্যালয়ের এ শ্রেণি কক্ষগুলো সংস্কার করা না হয়, তাহলে করোনা পরবর্তী কালীন সময়ে খোলা আকাশের নিচে ক্লাস করতে হবে শিক্ষার্থীদের। এছাড়া, বিদ্যালয়ের সামনের অংশের ১০০ ফুট প্রাচীর ও অন্য দুটি অংশের আংশিক প্রাচীর, বিদ্যালয়ের প্রধান ফটক ধূলিসাৎ করে দেয় এ ঘূর্ণিঝড় আম্পান। এমতাবস্থায়, বিদ্যালয়ের শ্রেণি কক্ষ সংস্কার ও একটি সাইক্লোন শেল্টার কাম স্কুল ভবণ নির্মানের জন্য উর্দ্ধতন কর্তৃপক্ষের আশুহস্তক্ষেপ কামনা করেছেন, শিক্ষক-কর্মচারী, ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ, অভিভাবক বৃন্দ ও এলাকাবাসী।