ঘূর্ণিঝড়ের আশঙ্কা সাগর উত্তাল

0
510

অনলাইন ডেস্ক: বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় তিতলি ভারতের উপকূলীয় অঞ্চলে আঘাত হেনেছে। তবে এর প্রভাবে সাগর উত্তাল ও বিভিন্ন এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

ঘূর্ণিঝড়টি আজ বৃহস্পতিবার ভোরে ভারতের উডিষ্যা রাজ্যের গোপালপুরে আঘাত হানে। এতে বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে ও পশ্চিমাঞ্চলসহ বিভিন্ন অংশে ভারী বৃষ্টিতে হতে পারে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

ঘূর্ণিঝড়ের প্রভাবে সাগর উত্তাল থাকায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে চার নম্বর সতর্কতা দেখাতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।