গ্রিন ও ক্লিন সিটি’র স্বপ্ন দেখিয়ে ২৪ বছর নগরবাসীকে ধোকা দিয়েছে বিএনপি

0
497

নিজস্ব প্রতিবেদকঃ
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক লীগের প্রতিষ্ঠাতা কেন্দ্রীয় সভাপতি মোঃ ওহিদুজ্জামান বলেছেন বিএনপির মেয়র শেখ তৈয়বুর রহমান ‘গ্রিন ও ক্লিন’ সিটি গড়ার স্বপ্ন দেখিয়েছেন কিন্তু ১৭ বছরেও তিনি ‘গ্রিন ও ক্লিন’ সিটি উপহার দিতে পারেননি। এরপর তত্বাবধায়ক সরকারের শাসনামলে ২ বছর এবং বর্তমানে ৫ বছর মেয়র হিসেবে দায়িত্ব পালন করেছেন কিন্তু সবুজ ও পরিচ্ছন্ন নগরী গড়তে পারেননি। ‘গ্রিণ ও ক্লিন’ সিটি’র কথা বলে ২৪ বছর নগরবাসীকে ধোকা দিয়েছে বিএনপি। এখন আবারো ‘গ্রিন ও ক্লিন’ সিটি’র স্বপ্ন দেখাচ্ছেন নজরুল ইসলাম মঞ্জু। বিএনপির প্রতারণা বিষয়টি বুঝতে পেরে নগরবাসী এবার নৌকা প্রতীকে ভোট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আধুনিক খুলনা গড়ার রূপকার তালুকদার আব্দুল খালেককে এবার মেয়র হিসেবে দেখতে চায় নগরবাসী।

আজ মঙ্গলবার দিনভর নগরীর ২২, ২৯, ৩০ ও ৩১ নং ওয়ার্ডে নৌকা প্রতীকের পক্ষে গণসংযোগকালে তিনি একথা বলেন। তিনি বলেন, বর্তমান সরকার শ্রমবান্ধব সরকার। বিএনপির আমলে বন্ধ করে দেওয়া মিল-কল-কারখানা প্রধানমন্ত্রী শেখ হাসিনা চালু করেছেন। কাজেই উন্নয়নের স্বার্থে তালুকদার আব্দুল খালেকের বিকল্প নেই। গণসংযোগকালে উপস্থিত ছিলেন ৩০নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী এস এম মোজাফ্ফর রশিদী রেজা, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক লীগের খুলনা বিভাগীয় সভাপতি এস এম রুহুল আমিন বাপ্পী, জেলা সভাপতি মোঃ সেলিম, সাধারণ সম্পাদক শেখ ফরহাদ হোসেন, যশোর জেলা সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান মানিক, ওমর ফারুক, হাজী শিকদার ইব্রহিম, শুকুর আলী প্রমুখ।