“গ্রামীণ অর্থনীতি উন্নয়নে মৎস্য সম্পদই একমাত্র উপায়” বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা

0
780

প্রতিনিধি : ডুমুরিয়ায় জাতীয় মৎস্য সপ্তাহ কর্মসূচির অংশ হিসাবে “গ্রামীণ অর্থনীতি উন্নয়নে মৎস্য সম্পদই একমাত্র উপায়” এর উপর এক বিতর্ক প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে শহীদ জোবায়েদ আলী মিলনায়তনে আয়োজিত প্রতিযোগিতায় উপজেলার ৫টি কলেজের শিক্ষার্থী অংশগ্রহন করেন। এর মধ্যে শহীদ ম্মৃতি মহিলা মহাবিদ্যালয় বিপক্ষে অবস্থান নিয়ে চ্যাম্পিয়ন ও চুকনগর ডিগ্রী কলেজ পক্ষে অবস্থান নিয়ে রানার্স আপ হন। শ্রেষ্ঠ বিতর্কী হিসাবে নির্বাচিত হন শহীদ ম্মৃতি মহিলা মহাবিদ্যালয়ের শিক্ষার্থী তামান্না রহমান তন্নী। প্রতিযোগীতা শেষে উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ শাহনাজ বেগমের সভাপতিত্বে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান খান আলী মুনসুর। সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সরোজ কুমার মিস্ত্রীর সার্বিক পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন মৎস্য চাষ প্রকল্পের উপ- প্রকল্প পরিচালক লুকাস সরকার ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শিরিনা দৌলত। অনুষ্ঠানে বিচারকের দায়িত্ব পালন করেন উপজেলা সমবায় অফিসার এফ এম সেলিম আখতার ও প্রাথমিক শিক্ষা অফিসার জি এম আলমগীর কবির।