গ্যালাক্সিতে যোগ দিলেন মেক্সিকান স্ট্রাইকার হার্নান্দেজ

0
239

খুলনাটাইমস স্পোর্টস : দীর্ঘ প্রতিক্ষার পর অবশেষে মেজর লিগ সকার ক্লাব লস এ্যাঞ্জেলস গ্যালাক্সিতে যোগ দিয়েছেন মেক্সিকান তারকা স্ট্রাইকার জেভিয়ার হার্নান্দেজ। নিয়মিত ফুটবল খেলার তাগিদেই তিনি এলএ গ্যালাক্সিতে যোগ দিয়েছেন বলে ইঙ্গিত দিয়েছেন। স্প্যানিশ দল সেভিয়াতে তার সময়টা মোটেই ভাল যাচ্ছিলনা। যে কারণে বেশ কিছুদিন ধরেই হার্নান্দেজের এমএলসএস’এ যোগ দেবার কথা শোনা যাচ্ছিল। গণমাধ্যমের রিপোর্ট মতে জানা গেছে যুক্তরাষ্ট্রে হার্নান্দেজ বার্ষিক ৬ মিলিয়ন মার্কিন ডলার আয় করবেন। ক্লাবের ওয়েবসাইটে গ্যালাক্সি ৩১ বছর বয়সী এই মেক্সিকান স্ট্রাইকারের সাথে চুক্তির বিষয়টি নিশ্চিত করে বিবৃতি দিয়েছে। লস এ্যাঞ্জেলস গ্যালাক্সির জেনারেল ম্যানেজার ডেনিস ডি ক্লোস বলেছেন, ‘সারা বিশ্ব জুড়েই জেভিয়ার শীর্ষ লিগগুলোতে নিয়মিত গোল করেছেন। গত এক দশকে মেক্সিকোর অন্যতম সফল খেলোয়াড় সে। শীর্ষ পর্যায়ে নিজেকে সে দারুনভাবে প্রমান করেছে। আশা করছি নিজের প্রতিভা দিয়ে আমাদের ক্লাবকে সর্বাত্মক সহযোগিতা করতে পারবে।’ সুইডিশ তারকা জøাটান ইব্রাহিমোভিচকে হারিয়ে গ্যালাক্সি নতুন আরেক তারকার সন্ধানে ছিল। হার্নান্দেজকে পেয়ে নতুন মৌসুমে নতুনভাবে নিজেদের শক্তিমত্তার পরিচয় দিতে চায় গ্যাল্যাক্সি। ম্যানচেস্টার ইউনাইটেড, রিয়াল মাদ্রিদ, বায়ার লিভারকুসেন, ওয়েস্ট হ্যাম ও সেভিয়ায় সফল ক্যারিয়ার শেষে মেক্সিকান এই তারকা আরো সাফল্যের আশায় এমএলএস’এ যোগ দিয়েছেন। পুরো ক্যারিয়ারে ক্লাব ও দেশের হয়ে ২০০রও বেশি গোল করেছেন। স্যার এ্যালেক্স ফার্গুসনের অধীনে ২০১১ ও ২০১৩ সালে প্রিমিয়ার লীগ জয়ী ম্যানচেস্টার ইউনাইটেডের গর্বিত সদস্য ছিলেন। মেক্সিকোর জার্সি গায়ে ১০৯ ম্যাচে করেছেন ৫২ গোল। সেভিয়া ও ওয়েস্ট হ্যামে গত মৌসুম বদলী খেলোয়াড় হিসেবে থাকার পর হতাশ হার্নান্দেজ নিয়মিত মূল একাদশে খেলার লক্ষ্য নিয়েই গ্যালাক্সিতে যোগ দিয়েছেন।