গোপালগঞ্জে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে মানববন্ধন

0
447

সজল সরকার,খুলনাটাইমস প্রতিনিধি:

গোপালগঞ্জ জেলা প্রসক্লাবের সাংগঠনিক সম্পাদক, কাশিয়ানী উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক যুগান্তরের কাশিয়ানী প্রতিনিধি লিয়াকত হোসেন লিংকনের বিরুদ্ধে করা মিথ্যা ধর্ষণ মামলার প্রতিবাদে গোপালগঞ্জে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে। রবিবার সকাল সাড়ে ১১ টায় জেলা প্রশাসক কার্যলয়ের সামনে  ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচী পালন করেন জেলায় কর্মরত সাংবাদিকরা। গোপালগঞ্জ জেলা প্রেসক্লাবের সভাপতি ও যুগান্তরের জেলা প্রতিনিধি এস এম হুমায়ুন কবিরের নেতৃত্বে এ মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। এ মানববন্ধনে বক্তব্য রাখেন, গোপালগঞ্জ জেলা প্রেসক্লাবের সভাপতি এস এম হুমায়ুন কবির, সহ-সভাপতি ও এটিএন নিউজ এটিএন বাংলা জেলা প্রতিনিধি চৌধুরী হাসান মাহামুদ,  সিনিয়র সদস্য এবং দৈনিক সংবাদের জেলা প্রতিনিধি রবিন্দ্রনাথ অধিকারী সহ আরো অনেকে। মানববন্ধনে বক্তারা সাংবাদিকের বিরুদ্ধে করা মামলার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে বলেন, রামদিয়া পুলিশ ফাঁড়ির এসআই শামীম উদ্দিন নেপথ্যে থেকে টাকার বিনিময় এক বিধবা নারীকে দিয়ে আদালতে একটি হয়রানীমূলক ধর্ষণ মামলা করিয়েছেন।গত মাসের ১১তারিখে রামদিয়া পুলিশ ফাঁড়ির এসআই শামীম উদ্দিনের নানা অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে এলাকাবাসী মানববন্ধন করে। এ  মানববন্ধনে নিউজ প্রকাশ করতে নিষেধ করে হুমকী দেয় এসআই শামীম উদ্দিন। পরের দিন যুগান্তর সহ বিভিন্ন পত্রিকায় নিউজটি প্রকাশ হলে এসআইয়ের চক্রান্তের শিকার হন সাংবাদিক লিংকন। পরে সেফালী বেগমকে দিয়ে এ ধর্ষণ মামলা করিয়েছেন বলে জানান বক্তারা ।বক্তারা আরও বলেন, তিন দিনের মধ্যে সাংবাদিক লিয়াকত হোসেন লিংকনের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার এবং এসআই শামীমকে অপসারণ না করলে কঠোর আন্দোলনে যাওয়া হবে বলে জানানো হয়।।