গিলাতলা গাজীরঘাটে অবৈধভাবে বালু উত্তোলনে ঘাট, ড্রেন, সড়ক ক্ষতিগ্রস্থ

0
371

ফুলবাড়ীগেট (খুলনা) প্রতিনিধি:
খুলনা খানজাহান আলী থানাধীন গিলাতলা প্রয়াত গাজী শহীদুল্লাহ সড়কের গাজীর ঘাট এলাকার কতিপয় ব্যক্তি দীর্ঘদিন যাবত অবৈধভাবে ভৈরবনদী থেকে বালু উত্তোলন করে ব্যবসার উদ্যেশ্যে নিজ স্থানে রাখায় উক্ত পানির ¯্রােতে ড্রেনে বালু জমে বন্ধ ও রাস্তা এবং সরকারী পাকাঘাট ভাঙ্গার অভিযোগ পাওয়া গেছে। স্থানীয় একাধিক ব্যক্তির অভিযোগে জানা গেছে গিলাতলা গাজীর ঘাট এলাকার দুই বালুব্যবসায়ী বিআইডব্লিউ টিএ’র অনুমতি ছাড়া দীর্ঘদিন ধরে ভৈরবনদী থেকে অবৈধ ভাবে বালুউত্তোলন করে এলাকার পানি নিষ্কাশনের একমাত্র ড্রেন, রাস্তা ও সরকারী পাকাঘাটের ব্যাপক ক্ষতি সাধন হয়েছে। এব্যপারে বিআইডব্লিউ টিএ’র নওয়াপাড়া পোর্টঅফিসার মোঃ মাসুদ বলেন গিলাতলা গাজীর ঘাট এলাকায় বালু উত্তোলনের কোন অনুমতি দেয়া হয়নি যদি কেহ নদী থেকে অবৈধ ভাবে বালু উত্তোলন করে তাহলে স্বরেজমিনে তদন্ত পুর্বক প্রয়োজনীয় ব্রবস্থা গ্রহন করা হবে। এব্যপারে এলাকাবাসী সংশিলিষ্ট আশু হস্থক্ষেপ কামনা করেছেন।