গিলাতলায় করোনা পজিটিভ রোগীর মুদি দোকান খুলে ব্যবসা : আতংকে এলাকাবাসী

0
741

ফুলবাড়ীগেট প্রতিনিধি:
নগরীর খানজাহান আলী থানাধীন গিলাতলা পশ্চিমপাড়া এলাকায় আইডিয়াল প্রি ক্যাডেট স্কুলের সামনে করোনা পজিটিভ হওয়া রোগ মুদি দোকানী ইন্তাজ শেখ (৬৫) করোনা পজিটিভ হওয়ার পরও দোকান খোলা রেখে ব্যবসা চালিয়ে যাচ্ছিলেন। প্রায় ২ সপ্তাহ আগে তিনি শারিরিক অসুস্থতা বোধ করলে তিনি ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নমুনা পরিক্ষা করতে দিয়ে আসেন। স্থানীয় বাসিন্দা শেখ কামাল হোসেন বলেন ১৮ জুন তার রিপোর্ট পজিটিভ হয়। রাতে খবর পাওয়ার পর ও তিনি শুক্রবার সকালে দোকান খুলে বেচাকেনা চালিয়ে যান। খানজাহান আলী থানার অফিসার ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম বলেন খবর পাওয়া মাত্রই ইন্তাজ শেখের দোকান বন্ধ করে তাকে নিজ বাড়িতে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। স্থানীয় বাসিন্দা কামাল হোসেন বলেন নমুনা পরীক্ষা করার পর সকলের রিপোট না আসা পর্যন্ত ঘরে থাকার কথা থাকলেও মুদি দোকানি ইন্তাজ তা না করে দোকানে ব্যবসা চালিয়ে গেছে, এতে করে অনেকেই তার সংস্পর্শে চলে আসায় এলাকায় চরম আতকং বিরাজ করছে।