গভঃ ল্যাবরেটরি হাই স্কুল এসএসসি পরীক্ষায় শতভাগ পাশঃ জিপিএ-৫ প্রায় শতাধিক

0
388

ফুলবাড়ীগেট(খুলনা) প্রতিনিধিঃ ঘোষিত এসএসসি পরীক্ষায় খুলনা গভঃ ল্যাবরেটরি হাই স্কুল শতভাগ শিক্ষার্থী পাশ করেছে। বিদ্যালয়টি তার শিক্ষার গুনোগত মান বজায় রেখে শিক্ষার্থীরা তাদের সাফল্য ধরে রাখায় প্রধান শিক্ষক সহ সকল শিক্ষকগণ শিক্ষার্থী এবং অভিভাবকদেরকে অভিনন্দন জানিয়েছেন।
বিদ্যালয় সুত্রে জানাগছে, ঘোষিত এসএসসি পরীক্ষায় গভঃ ল্যাবরেটরি হাই স্কুল থেকে মোট ১৭২জন পরীক্ষার্থী অংশগ্রহন করেন। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৯৫ জন, জিপিএ ৪- পেয়েছে ৬৩ জন, জিপিএ-৩.৫ পেয়েছে ১০জন, জিপিএ-৩ পেয়েছে ৪জন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক খালেদা খানম(চলতি দায়িত্বে) বলেন বিদ্যালয়টি তার শিক্ষার গুনোগত মান উন্নয়নে প্রতজ্ঞাবন্ধ। শিক্ষার্থীরা তাদের সাফল্যে ঐতিহ্যবাহী বিদ্যালয়টি তার সুনাম অক্ষুন্ন রেখেছে। তিনি বিদ্যালয়ের শিক্ষার্থীদের এই সাফলের জন্য শিক্ষক ও অভিভাবকসহ সংশ্লিষ্ট সকলের কাছে কৃতজ্ঞ।
অপরদিকে খুলনা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি স্কুল থেকে মোট ৮৭জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহন করেন। এর মধ্যে জিপিএ ৫ পেয়েছে ২১ জন, জিপিএ এ পেয়েছে ৩৫জন, এ- ১৭জন, বি- ৫জন, সি-৭জন এবং অকৃতকার্য হয়েছে ২জন।