গণহত্যা নিয়ে চিত্রকলা ও বঙ্গবন্ধু এবং তাজউদ্দীন আহমদের স্মৃতিচিহ্ন হস্তান্তর

0
471

নিজস্ব প্রতিবেদক, খুলনাটাইমস:
১৯৭১ : গণহত্যা-নির্যাতন আর্কাইভ ও জাদুঘর প্রাঙ্গণে গণহত্যা নিয়ে শিল্পকর্ম ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং মুক্তিযুদ্ধের সময়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের স্মারক/স্মৃতিচিহ্ন স্থানান্তর অনুষ্ঠানের আয়োজন করা হয়। সোমবার বিকাল ৪টায় উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জাদুঘর ট্রাস্টের সভাপতি এবং ঢাকা বিশ^বিদ্যালয়ের বঙ্গবন্ধু চেয়ার অধ্যাপক ড. মুনতাসীর মামুন। স্বাগত বক্তব্য রাখেন ট্রাস্টি সম্পাদক ও বিএমএ খুলনার সভাপতি ডা. শেখ বাহারুল আলম।
বঙ্গবন্ধু অধ্যাপক ড. মুনতাসীর মামুন জানান ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহায়তা করেছেন বলেই আমরা এ ধরণের একটি কাজ করার অনুপ্রেরণা পেয়েছি। বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান ও তাজউদ্দীন আহমেদের যে স্মারক আমরা পেয়েছি তা অমূল্য। একই সঙ্গে আমরা ১৯৭১ এর বিশেষ করে গণহত্যা-নির্যাতনের স্মারক সংগ্রহ করছি।’ তিনি আহবান জানিয়ে বলেন, যাদের কাছে এ বিষয়ে স্মারক আছে তা তারা প্রদানকরলে এ জাদুঘর ক্রমেই সমৃদ্ধ হবে। যারা স্মারক প্রদান করেছেন তাদের সবাইকে তিনি ধন্যবাদ জ্ঞাপন করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ১৯৭১ : গণহত্যা-নির্যাতন আর্কাইভ ও জাদুঘরের ট্রাস্টি এবং জগন্নাথ বিশ^বিদ্যালয়ের সহকারি অধ্যাপক চৌধুরী শহীদ কাদের। “আর্কাইভ ৭১”এর নির্বাহী পরিচালক প্রণব সাহার সৌজন্যে ১৯৭১ : গণহত্যা-নির্যাতন আর্কাইভ ও জাদুঘর ট্রাস্টের সভাপতি অধ্যাপক মুনতাসীর মামুনকে হস্তান্তর করা হয়। ড. মামুনকে এটি হস্তান্তর করেন জাদুঘরের প্রধান নির্বাহী কাজল আব্দুল্লাহ।#