খুলনা ৪-আসনে খেলাফত মজলিসের মনোনয়ন নিলেন মাওলানা সাখাওয়াত হোসাইন

0
833

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-৪ (রূপসা, তেরখাদা ও দিঘলিয়া) আসনে মনোনয়ন ফরম কিনেছেন খেলাফত মজলিসের নায়েবে আমীর, ২০ দলীয় জোটের অন্যতম কেন্দ্রীয় নেতা মাওলানা সাখাওয়াত হোসাইন। খেলাফত মজলিসের কেন্দ্রীয় কার্যালয় থেকে বৃহস্পতিবার (১৫ নভেম্বর) মনোনয়ন ফরম সংগ্রহ করেন তিনি। মাওঃ সাখাওয়াত হোসাইন ২০ দলীয় জোটের মনোনয়ন নিয়ে খুলনা-৪ আসনে নির্বাচন করতে চান। এ আসনে তিনি ২০ দলীয় জোটের মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে একজন জোরালো দাবীদার।
খেলাফত মজলিস সারাদেশে যে কয়টি আসন জোটের কাছে দাবী করেছে তার মধ্যে খুলনা-৪ অন্যতম। দলীয় মনোনয়ন সংগ্রহের সময় উপস্থিত ছিলেন দলের মহাসচিব ড. আহমদ আব্দুল কাদের, নায়েবে আমীর মাওঃ মুজিবুর রহমান, যুগ্ম মহাসচিব শেখ গোলাম আসগর, এড.জাহাঙ্গীর হোসাইন, সাংগঠনিক সম্পাদক ড. মোস্তাফিজুর রহমান ফয়সল, মাওঃ আহমদ আলী কাসেমী, সহ -সাংগঠনিক সম্পাদক মাওঃ তোফাজ্জেল হোসেন মিয়াজী, দপ্তর সম্পাদক অধ্যপক আবদুল জলিল প্রমুখ নেতৃবৃন্দ।
উল্লেখ্য, গত ২১ অক্টোবর ২০১৭ খেলাফত মজলিসের খুলনা বিভাগীয় উলামা সম্মেলনে সাংবাদিকদের উপস্থিতিতে দলের আমীর ও ২০ দলীয় জোটের অন্যতম শীর্ষনেতা অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ইসহাক মাওলানা সাখাওয়াত হোসাইন কে খুলনা-৪ আসনে প্রার্থী হিসেবে ঘোষণা করেন। বিজ্ঞপ্তি