খুলনা সিনিয়র ডিভিশন ফুটবল লীগের উদ্বোধন

0
857

ক্রীড়া প্রতিবেদক : খুলনা জেলা ফুটবল এসোসিয়েশনের আয়োজনে সাইফ পাওয়ার ব্যাটারী সিনিয়র ডিভিশন ফুটবল লীগের উদ্বোধনী ম্যাচে জয় পেয়েছে খুলনা ব্রাদার্স ইউনিয়ন। শনিবার খুলনা সার্কিট হাউস মাঠে অনুষ্ঠিত এ ম্যাচে তারা ১-০ গোলে হারিয়েছে ডুমুরিয়া তরুন সংঘকে। দলের পক্ষে জয়সুচক একমাত্র গোলটি করেন ১১নং জার্সি পরিহিত খেলোয়াড় সোহেল। খেলায় রেফারী ছিলেন মাহবুবুর রহমান, মোক্তার হোসেন মিঠু, কামাল হোসেন ও আলি আকবর। ম্যাচ কমিশনার ছিলেন জেলা রেফারী অ্যাসোসিয়েশনের যুগ্ম-সাধারন সম্পাদক নৃপেন রায় চৌধুরী।
এর আগে জেলা ফুটবল অ্যসোসিয়েশনের প্রধান উপদেষ্টা ও জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেনের সভাপতিত্বে এবং অ্যাসোসিয়েশনের সভাপতি আলহাজ্ব অ্যাডভোকেট মো. সাইফুল ইসলামের পরিচালনায় লীগের উদ্বোধন করেন সাইফ পাওয়ার ব্যাটারীর স্বত্ত্বাধিকারী বাংলাদেশ জেলা ও বিভাগীয় ফুটবল অ্যসোসিয়েশনের মহাসচিব তরফদার মো. রুহুল আমিন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের উপমহাসচিব আশিকুর রহমান মিকু ও খুলনা মেট্রোপিলিটন পুলিশের পুলিশ কমিশনার হুমায়ুন কবীর।
অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. ইউসুফ আলির ব্যবস্থাপনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা ফুটবল অ্যসোসিয়েশনের সভাপতি মো. আসাদুজ্জামান খান ঝন্টু, মেহেরপুর জেলা ফুটবল অ্যসোসিয়েশনের সভাপতি মো. আনোয়ারুল হক শাহীন, এ্যাসোসিয়েশনের সহ-সভাপতি মোস্তাকুজ্জামান ও হাজী মো. মোতালেব মিয়া, কোষাধ্যক্ষ নুরুল ইসলাম খান কালু, কার্যনির্বাহী সদস্য এসএম মোয়াজ্জেম রশিদী দোজা, এ মনসুর আজাদ, শাহ আসিফ হোসেন রিংকু, আদিলুজ্জামান আদিল, একরামুল কবির মিল্টন, জামিল আখতার লেলিন ও শেখ হেমায়েত উল্লাহ, জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি মুস্তাফিজুর রহমান বাবলু যুগ্ম-সম্পাদক জিএম রেজাউল ইসলাম, সদস্য মোল্লা খায়রুল ইসলাম, বিকেএসপি খুলনার উপপরিচালক মো. শাহাদাৎ হোসেন, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কোচ খুলনার কৃতি সন্তান সাবেক জাতীয় ফুটবলার আব্দুর রাজ্জাক, ব্রাদার্স ইউনিয়নের জেড এ মাহমুদ ডন, বাহাউদ্দিন খন্দকার, মো. ইসরাফিল মুন্সি, শেখ কামাল স্মৃতির সামসুদ্দিন আহমেদ স্যাম, আবাহনী ক্লাবের চৌধুরী রায়হান ফরিদ, আবু হানিফ ও সুকর্ণ, এসবিআলি ফুটবল একাডেমির সাধারণ সম্পাদক মো. আলাউদ্দিন নাসিম, ইয়ং রেডসান ক্লাবের রুহুল আমিন, উল্কা ক্লাবের ফিরোজ আরেফিন, জেলা রেফারী অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি মোল্যা আফরুল ইসলাম, সাধারন সম্পাদক এহসানুল হক, কার্যনির্বাহী সদস্য এম আমানত আলি হালদার, মনির শেখ, মনির ঢালী ও বাশির আহমেদ লালু, জেলা ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতির সভাপতি আব্দুস ছালাম ঢালী ও সাধারণ সম্পাদক মিনা মামুনুর রহমান, ৩০নং ওয়ার্ড কাউন্সিলর মোজাফ্ফার রশিদী রেজা, ২৯নং ওয়ার্ড কাউন্সিলর ফকির মো. সাইফুল ইসলাম, সাবেক ফুটবলার খান আব্দুল মজিদ, অ্যাড. কেএম ইকবাল, দাউদ মোল্লা, মো. আলি আকবর গাজী, বাবুলসহ বিভিন্ন ক্লাবের কর্মকর্তা, সংগঠক ও হাজার হাজার দর্শক উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে হাবিব ও বৃষ্টি সংগীত পরিবেশন করেন। আজ রবিবার সার্কিট হাউস মাঠে অনুষ্ঠিত ২টি ম্যাচ অনুষ্ঠিত হবে। দুপুর ২টায় দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হবে মহেশ্বপাশা ক্লাব ও মৌসুমি একাদশ। বিকেল পৌনে ৪টায় দিনের দ্বিতীয় ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করবে আবাহনী ক্রীড়া চক্র বনাম দিঘলিয়া ওয়াই এমএ।