খুলনা সিটি র্কপােরশেনরে সচিব মো: ইকবাল হোসেনের বিদায় অনুষ্ঠান সম্পন্ন

0
462

বিজ্ঞপ্তি: খুলনা সিটি কর্পোরেশনের মেয়র মোহাম্মদ মনিরুজ্জামান বলেছেন, সিটি কর্পোরেশনের সেবামূলক কাজ গতিশীল রাখতে কেসিসি পরিবারের সকলকে আন্তরিকতা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করতে হবে। উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে নতুন পরিষদের দায়িত্ব গ্রহণ প্রাক্কালে সকলকে নব উদ্যমে কাজ করতে হবে।

সিটি মেয়র আজ বুধবার বেলা ১১টায় নগর ভবনের জিআইজেড মিলনায়তনে কেসিসি’র সচিব মোঃ ইকবাল হোসেন-এর বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করছিলেন। কেসিসি অফিসার্স ওয়েলফেয়ার এ্যাসোসিয়েশন এ অনুষ্ঠানের আয়োজন করে। সম্প্রতি উপ-সচিব পদমর্র্যাদার এ কর্মকর্তাকে খুলনা সিটি কর্পোরেশন থেকে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ে বদলী করা হয়েছে।

সিটি মেয়র আরো বলেন, খুলনাঞ্চলের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের ক্ষেত্রে টেকসই উন্নয়ন দরকার। এ অঞ্চলে কর্মরত সরকারি কর্মকর্তাদের সেদিকে লক্ষ্য রেখে কাজ করতে হবে। তারা নিবেদিত ভ‚মিকা রাখলে এ অঞ্চলের যোগাযোগ ও অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্র আরো সম্প্রসারিত হবে।

এ্যাসিয়েশনের সভাপতি ও কেসিসি’র প্রধান প্রকৌশলী (ভারপ্রাপ্ত) মোঃ নাজমুল ইসলাম-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন কেসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা (যুগ্ম সচিব) পলাশ কান্তি বালা। অনুষ্ঠান সঞ্চালনা করেন এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক নির্বাহী প্রকৌশলী মশিউজ্জামান খান। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন কেসিসি’র বিদায়ী সচিব মোঃ ইকবাল হোসেন, প্রধান রাজস্ব কর্মকর্তা মোঃ আব্দুর রহমান ও প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা প্রকৌশলী মোঃ আব্দুল আজিজ, উপ-সহকারী প্রকৌশলী মো: নাজমুল হুদা, কেসিসি কর্মচারী ইউনিয়নের সভাপতি উজ্জ্বল কুমার সাহা, এমপ্লয়ীজ ইউনিয়নের সভাপতি মোঃ সোবহান আলী প্রমুখ।

অনুষ্ঠানে সিটি মেয়র বিদায়ী সচিব মোঃ ইকবাল হোসেন-এর হাতে ফুলের তোড়া ও উপহার সামগ্রী তুলে দেন।