খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনের তফসিল ৩১ মার্চ

0
1389

নিজেস্ব প্রতিবেদক: খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনের তফসিল ৩১ মার্চ ঘোষণা করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন।সোমবার প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদার সভাপতিত্বে কমিশন সভায় এ সিদ্ধান্ত হয়।

আগারগাঁওয়ে কমিশন সভা শেষে ইসি সচিব হেলালুদ্দীন আহমদ বলেন, “৫ সিটি কর্পোশনের মধ্যে খুলনা ও গাজীপুর সিটির ভোটের তফসিল ৩১ মার্চ ঘোষণা করা হবে।”

খুলনা সিটিতে ২০১৩ সালের ১৫ জুন ভোট হলেও প্রথম সভা হয়েছিল সেপ্টেম্বরে এবং গাজীপুর সিটি কর্পোরেশনে ২০১৩ সালের ৬ জুলাই।

সে হিসাবে মার্চ থেকেই ভোটের দিন গণনা শুরু হয়েছে। এ দুই সিটির ভোট করতে হবে আগামী ৮ সেপ্টেম্বরের মধ্যে।

ইসি কর্মকর্তারা জানান, ২ এপ্রিল থেকে ৪ মে এইচএসসি পরীক্ষার সূচি রয়েছে। ১৭ মে থেকে শুরু হবে রোজা। সেক্ষেত্রে ৪০-৪৫ দিন সময় রেখে মে মাসের দ্বিতীয় ভাগে কোনো এক দিন দুই সিটির ভোট করা হবে।

পাঁচ সিটি কর্পোরেশনের মধ্যে খুলনা সিটি করপোরেশনের পাঁচ বছর মেয়াদ শেষ হবে ২৫ সেপ্টেম্বর, গাজীপুরের মেয়াদ পূর্ণ হবে ৪ সেপ্টেম্বর, সিলেটের ৮ অক্টোবর, রাজশাহীর ৫ অক্টোবর ও বরিশালের ২৩ অক্টোবর।
বাকি তিন সিটি করপোরেশনের ভোটও একদিনে করার পরিকল্পনা রয়েছে। সেক্ষেত্রে ঈদের পরে সুবিধাজনক সময়ে ভোট করবে ইসি।

সিইসি কে এম নূরুল হুদা ইতোমধ্যে বলেছেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে আগামী জুলাইয়ের মধ্যে পাঁচ সিটি কর্পোরেশনে নির্বাচন করা হবে। এ নিয়ে কমিশনের সভায় সিদ্ধান্ত হবে।

চলতি বছরের ডিসেম্বর অথবা আগামী জানুয়ারির মাঝামাঝি সময়ে একাদশ জাতীয় সংসদ নির্বাচন হবে বলে জানিয়েছেন সিইসি।