খুলনা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপ‌তি বেবী : সম্পাদক পদে বিপ্লব এ‌গি‌য়ে

0
875

নিজস্ব প্র‌তি‌বেদক : খুলনা মোটর শ্রমিক ইউনিয়ন রেজিঃ নং-১১১৪’র ত্রি-বার্ষিক সাধারণ নির্বাচনের ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে, চল‌ছে গণনা। শুক্রবার (১৪ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সোনাডাঙ্গাস্থ আন্তঃজেলা বাস টার্মিনালের নির্ধারিত স্থানে ভোট গ্রহণ অনু‌ষ্ঠিত হয়।

এবারের নির্বাচনে ইউনিয়নের মোট  ৭ হাজার ৯শ’ ৭৭ জন ভোটারের ম‌ধ্যে ৬ হাজার ৩৬২ জন ভোটা‌ধিকার প্র‌য়োগ ক‌রে‌ছেন। ‌কে‌ন্দ্রে প্রাথ‌মিক ভোট গণনায় সভাপ‌তি প‌দে কাজী নুরুল ইসলাম বেবী ৩হাজার ১৪৮ভোট পে‌য়ে নির্বা‌চিত হ‌য়ে‌ছেন। তার নিকটতম প্র‌তিদ্বন্দী শাহাদাৎ হোসেন মৃধা পে‌য়ে‌ছেন ২হাজার ৭০১ভোট। অপর‌দি‌কে শেষ খবর পাওয়া পর্যন্ত সাধারণ সম্পাদক প‌দে জা‌কির হো‌সেন বিপ্লব ভোট গণনায় এ‌গি‌য়ে র‌য়ে‌ছেন। তার প্র‌তিদ্বন্দী আলী আহম্মদ।

নির্বাচন পরিচালনা কমিটি সূত্রে জানা যায়, ২৫টি পদের বিপরীতে মোট ৭৩ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। ২৫টি পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। সেগুলো হলো সভাপতি পদে ১, কার্যকরী সভাপতি পদে ১, সহ-সভাপতি পদে ৩, সাধারণ সম্পাদক পদে ১, যুগ্ম-সম্পাদক পদে ১, সহ-সাধারণ সম্পাদক পদে ৩, সাংগঠনিক পদে ৩, কোষাধ্যক্ষ পদে ১, প্রচার সম্পাদক পদে  ১, ক্রীড়া সম্পাদক পদে  ১, লাইন সম্পাদক পদে ১ ও কার্যকরী সদস্য পদে ৬ জন নির্বাচিত হবেন।

ইউনিয়নের নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান খুলনা-২ আসনের সংসদ সদস্য মুহাম্মদ মিজানুর রহমান মিজান। কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সদস্য সচিব মোড়ল আনিসুর রহমান এবং সদস্য কাজী এনায়েত হোসেন, আবুল কালাম আজাদ কামাল ও আলী আকবর টিপু।