খুলনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ইয়াবাসহ আটক ৪

0
333

নিজস্ব প্রতিবেদক: খুলনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ‘ক’ সার্কেলের একটি টিম মাদক বিরোধী অভিযান চালিয়ে ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ীকে আটক করেছেন। আটককৃতরা হচ্ছে মো: নজরুল ইসলাম (৪৪), মো: ওমর ফারুক (৪১), রাসেল মোল্লা (৩০) এবং মো: এনামুল হক হিরা (৪৮)। এ সময় তাদের কাছ থেকে মোট ৩৬৩ পিস ইয়াবা উদ্ধার করা হয়। বুধবার নগরীতে দিন ব্যাপী অভিযান চালিয়ে তাদেরকে আটক করেন।
সূত্র মতে, ‘ক’ সার্কেলের পরিদর্শক হাওলাদার মোহাম্মদ সিরাজুল ইসলামের নেতৃত্বে একটি গোপন সংবাদের ভিত্তিতে নগরীর খুলনা থানাধীন দক্ষিন টুটপাড়া তালতলা এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় ওই এলাকার বাসিন্দা মো: কফিল উদ্দিনের পুত্রমো: নজরুল ইসলামকে ২০ পিস ইয়াবাসহ আটক করেন। এর স্বীকারোক্তিতে সু-কৌশলে পরিদর্শক হাওলাদার মোহাম্মদ সিরাজুল ইসলাম নগরীর রূপসা ভৈরব স্ট্যান্ড পান্না মোল্লার বাড়ির ভাড়াটিয়া নুর মোহাম্ম শেখ এর পুত্র মো: ওমর ফারুকের বাসায় অভিযান চালায়। এ সময় তার কাছ থেকে ১৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। একই ভাবে রূপসা উপজেলায় ঘাটভোগ এলাকায় অভিযান চালিয়ে মৃত টুকু মোল্লার পুত্র রাসেল মোল্লাকে ১৯৩ পিস ইয়াবাসহ আটক করেন। আটককৃত ফারুক হোসেন প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায় এই ইয়াবাগুলো নগরীর স্যার ইকবাল রোডে বাসিন্দা মো: জহিরুল হকের পুত্র মো: এনামুল হক হিরা কাছ থেকে ইয়াবা এনে বিভিন্ন এলাকায় সরবরাহ করে। আসামির স্বীকারোক্তিকে হিরাকে আটক করা হয়। এ সময় হিরার কাছে বিভিন্ন এলাকায় ইয়াবা বিক্রির তালিকা একটি কাগজ জব্দ করা হয়। এর আগে হিরার বাসায় অভিযান চালিয়ে ইয়াবা খাওয়ার সরঞ্জাম ও ফেনসিডিলের খালি বোতল উদ্ধার করা হয়। ওই সময় ভ্রম্যামান আদালতের মাধ্যমে তাকে ৬ মাসের কারাদণ্ড প্রদান করা হয়েছিলো বলে পরিদর্শক হাওলাদার মোহাম্মদ সিরাজুল ইসলাম জানান। তিনি বলেন, হিরা চিহিৃত মাদক ব্যবসায়ী হিসেবে এলাকায় পরিচিত।