খুলনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পৃথক অভিযানে গাজাসহ আটক ৩, জেল-জরিমানা

0
372

নিজস্ব প্রতিবেদক:
খুলনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মাদক বিরোধী পৃথক অভিযান চালিয়ে গাজাসহ ৩ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছেন। আটককৃতরা হচ্ছে মোঃ দ্বীন ইসলাম (৬০), এম সাকিব হাসান (২০) ও রিপন হাওলাদার (২৮)। এ সময় তাদের কাছ থেকে মোট ৬০ গ্রাম গাজা উদ্বার করা হয়। এদের মধ্যে দ্বীন ইসলাম ও রিপন হাওলাদারকে ৬ মাসের বিনাশ্রম কারাদÐ ও ৫শ’ টাকা জরিমানা এবং এম সাকিব হাসানকে ৬ মাসের বিনাশ্রম কারাদÐ ও ১ হাজার টাকা জরিমানা প্রদান করেন ভ্রাম্যমান আদালত। জেলা প্রশাসকের সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাকিবুল হাসান ও মোহাম্মদ আব্দুল্লাহ আল ফয়সাল ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। গতকাল বৃহস্পতিবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর খুলনা থানা ও সোনাডাঙ্গা থানাধীন এলাকায় দিনব্যাপী অভিযান চালিয়ে উল্লিখিণ মাদক ব্যবসায়ীকে আটক করেন।
খুলনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সূত্র মতে, সংস্থার উপ-পরিচালক মোঃ রাশেদুজ্জামানের তত্ত¡াবধানে ‘ক’ সার্কেলের পরিদর্শক হাওলাদার মোহাম্মদ সিরাজুল ইসলামের নেতৃত্বে একটি টিম গতকাল বৃহস্পতিবার গোপন সংবাদের ভিত্তিতে সোনাডাঙ্গাথানাধীন নগরীর ছোট বয়রা করিম নগর এলাকার অভিযান পরিচালনা করেন। এ সময় ওই এলাকার বাসিন্দা মৃত সিকু মোল্লার পুত্র মোঃ দ্বীন ইসলামকে ২০ গ্রাম গাজাসহ আটক করেন। অপরদিকে নগীরর ইসলামিয়া কলেজ রোড এলাকার বাসিন্দা মুন্সী শরিফুল ইসলামের পুত্র এম সাকিব হোসেনকে ১৫ গ্রাম গাজাসহ আটক করেন। এছাড়া গোয়েন্দা শাখার উপ-পরিদর্শক মোসাদ্দেক হোসেনের নেতৃত্বে একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে খুলনা সদর থানাধীন এলাকা ওয়াপদা বেড়িবাধ কাশেম গলিতে অভিযান পরিচালনা করেন। এ সময় ওই এলাকার বাসিন্দা মৃত হাকিম হাওলাদারের পুত্র রিপন হাওলাদারকে ২৫ গ্রাম গাজাসহ আটক করেন। পরবর্তীতে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাদেরকে উল্লিখিণ সাজা প্রদান করা হয়। জেলা প্রশাসকের সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাকিবুল হাসান ও মোহাম্মদ আব্দুল্লাহ আল ফয়সাল পৃথক ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।