খুলনা মহানগর পুলিশের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

0
144
খুলনা মহানগর পুলিশের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক:
খুলনা মহানগর পুলিশের অপরাধ পর্যালোচনা সভা মঙ্গলবার (১০ আগস্ট) বেলা ১১টায় কেএমপি’র সদর দপ্তরের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। পুলিশ কমিশনার মোঃ মাসুদুর রহামান ভূঞা সভায় সভাপতিত্ব করেন।
সভায় কেএমপি’র পুলিশ কমিশনার উপস্থিত কর্মকর্তাদের মূলতবী মামলা সমূহের দ্রæত নিষ্পত্তি, ওয়ারেন্ট তামিল এবং মাদকদ্রব্য উদ্ধারে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে নিষ্ঠার সাথে কাজ করার জন্য প্রয়োজনীয় দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। উল্লেখ্য, কেএমপি’র পুলিশ কমিশনার মহোদয় অপরাধ পর্যালোচনা সভার প্রারম্ভে উত্তম কাজের স্বীকৃতি স্বরুপ শ্রেষ্ঠ মামলা তদন্তকারী, মাদকদ্রব্য উদ্ধারকারী এবং ওয়ারেন্ট তামিলকারী অফিসারদের মাঝে নগদ অর্থ পুরস্কার প্রদান করেন।
কেএমপি’র পুলিশ কমিশনার সহকারী পুলিশ সুপার হতে অতিরিক্ত পুলিশ সুপার পদে সদ্য পদোন্নতি প্রাপ্ত কেএমপি’র ৪ জন পুলিশ কর্মকর্তাকে ফুলেল শুভেচ্ছা জানান।
সভায় আরো উপস্থিত ছিলেন কেএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) এসএম ফজলুর রহমান, অতিরিক্ত পুলিশ কমিশনার (এএন্ডও) সরদার রকিবুল ইসলাম, বিপিএম-সেবা; ডেপুটি পুলিশ কমিশনার (উত্তর) মোল্লা জাহাঙ্গীর হোসেন; ডেপুটি পুলিশ কমিশনার (দক্ষিণ) মোহাম্মদ আনোয়ার হোসেন; ডেপুটি পুলিশ কমিশনার (সদর) মোহাম্মদ এহসান শাহ্; ডেপুটি পুলিশ কমিশনার (ডিবি) বি.এম নুরুজ্জামান, বিপিএম; ডেপুটি পুলিশ কমিশনার (প্রসিকিউশন) রিয়াজ উদ্দিন আহম্মেদ, পিপিএম; ডেপুটি পুলিশ কমিশনার (এফএন্ডবি) শেখ মনিরুজ্জামান মিঠু; ডেপুটি পুলিশ কমিশনার (ট্রাফিক) মোহাম্মদ তাজুল ইসলাম-সহ অতিরিক্ত ডেপুটি পুলিশ কমিশনারবৃন্দ, সহকারী পুলিশ কমিশনারবৃন্দ, অফিসার ইনচার্জবৃন্দ এবং অন্যান্য পুলিশ সদস্যবৃন্দ।