খুলনা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা আজ

0
291

খুলনাটাইমস: খুলনা বিশ্ববিদ্যালয়ের এ বছরের সম্মান প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আজ শনিবার অনুষ্ঠিত হবে। শনিবার সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ভর্তি পরীক্ষা চলবে। সকাল ৮টা সাড়ে ৯টা পর্যন্ত ‘সি’ ইউনিট, সাড়ে ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ‘এ’ ইউনিট, বেলা দেড়টা থেকে বিকাল ৩টা পর্যন্ত ‘বি’ ইউনিট এবং বিকাল ৪টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত ‘ডি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা আতিয়ার রহমান জানান, ভর্তি পরীক্ষা গ্রহণের জন্য ক্যাম্পাসের মূলকেন্দ্র ছাড়াও খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট), হোপ পলিটেকনিক এবং রেভারেন্ড পলস হাইস্কুল উপ-কেন্দ্রে আসন বিন্যাস করা হয়েছে। কোনো পরীক্ষার্থী কেন্দ্রে মোবাইল ফোন বা কোনো ধরণের ইলেকট্রনিক্স ডিভাইস সঙ্গে নিয়ে প্রবেশ করতে পারবে না। পরীক্ষার দায়িত্বে থাকা শিক্ষক ও কর্মচারিরাও মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন না। এ বছর বিশ্ববিদ্যালয়ের চারটি ইউনিটের অধীনে ১ হাজার ২১৭ আসনে (মুক্তিযোদ্ধা সন্তান ও উপজাতি কোটাসহ) ভর্তির জন্য ৩২ হাজার ৬৩৬ জন আবেদন করেন।