খুলনা বিভাগীয় সরকারি গণগ্রন্থাগার’র প্রতিযোগিতার পুরষ্কার ও সনদ বিতরণ

0
311

খবর বিজ্ঞপ্তি:
মঙ্গলবার বিকাল ৪টায় ১৫ আগস্ট জাতীয় শোক দিবস ২০১৯ উপলক্ষে খুলনা বিভাগীয় সরকারি গণগ্রন্থাগার কর্তৃক আয়োজিত চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতার পুরষ্কার ও সনদপত্র বিতরণ অনুষ্ঠান গ্রন্থাগারের সেমিনারকক্ষে অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কর্মচারি কল্যাণ বোডর্, খুলনার উপপরিচালক মু. বিল্লাল হোসেন খান। বিশেষ অতিথি ছিলেন খুলনার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জিয়াউর রহমান এবং বিশিষ্ট শিক্ষাবিদ ও সাহিত্যিক অধ্যাপক মমতাজ বেগম বিজলী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনা বিভাগীয় সরকারি গণগ্রন্থাগারের সহকারী পরিচালক ড. মোঃ আহছান উল্যাহ। আলোচনা পর্বে অতিথিবৃন্দ হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে সকলকে অংশগ্রহনের জন্য উদাত্ত আহবান জানান। প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি জ্ঞানের পরিধি বিকাশের স্বার্থে এ জাতীয় প্রতিযোগিতায় ছাত্রছাত্রীদের ব্যাপক অংশগ্রহণের উপর গুরুত্ব আরোপ করেন। প্রকৃত শিক্ষায় শিক্ষিত হয়ে ওঠার জন্য সকলকে গ্রন্থাগারমূখী হওয়ার প্রয়োজনীয়তা সম্পর্কে আলোকপাত করেন। আলোচনা অনুষ্ঠান শেষে বিভিন্ন গ্রæপে বিজয়ী ২৪ জন প্রতিযোগীকে পুরষ্কার ও সনদপত্র বিতরণ করা হয়। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন মনিরা খাতুন।