খুলনা বিএনএসবি চক্ষু হাসপাতালে চক্ষু স্বাস্থ্য বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

0
1205

ফুলবাড়ীগেট(খুলনা) প্রতিনিধিঃ
খুলনাসহ দক্ষিণাঞ্চলের পিছিয়ে পাড়া জনগোষ্ঠিকে চক্ষু স্বাস্থ্য সেবার আওতায় আনার লক্ষে বিভিন্ন এনজিও প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সাথে চক্ষু স্বাস্থ্য বিষয়ক সেমিনার রবিবার খুলনা বিএনএসবি চক্ষু হাসপাতালের কনফানেরন্স কক্ষে সাইটসেভার্স এর সহযোগিতায় এবং খুলনা বিএনএসবি চক্ষু হাসপাতালের আয়োজনে অনুষ্ঠিত হয়। দিনব্যাপী সেমিনারে খুলনা বিএনএসবি চক্ষু হাসপাতালের পরিচালক ডা. মো. আব্দুর রব-এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সিভিল সার্জন ডাঃ মোঃ আঃ রাজ্জাক। বিশেষ অতিথি ছিলেন সমাজসেবা অধিদপ্তরের ডেপুটি ডাইরেক্টর শেখ মাহিনুল হক, হাসপাতালের উপ-পরিচালক মো. মাহবুবুল বারী । মুখ্য আলোচক ছিলেন সাইটসেভার্স এর প্রজেক্ট কো-অর্ডিনেটর গোলাম জাকারিয়া। সাইটসেভার্স এর প্রজেক্ট ইমপ্লিমেন্টেশন কর্মকর্তা বনফুল চুমকীর সঞ্চালনা এবং হাসপাতালের বিডিইসিপির প্রজেক্ট কো-অর্ডিনেটর মোঃ রেজাউল করিমের সার্বিক তত্বাবধানে ব্রাক, এনএসবিপিএস, বিডাব্লুএ, পরিবর্তন, খুলনা দলিত, পিএইচটি সেন্টার, ডিএমএস, এ্যাডামস, উইমেন জব ক্রিয়েশন সেন্টার, আরআরএফ, প্রথিক্রিত, নাইস ফাউন্ডেশন, বন্ধু কল্যাণ ফাউন্ডেশন, দুর্বার ব্লাড ম্যানেজমেন্ট টীম, এসএসিডাব্লুও, এইচআইসিএইচএসই সহ বিভিন্œ এনজিও প্রতিষ্ঠানের উচ্চ পদস্থ কর্মকর্তাগণ, স্থানীয় সাংবাদিক, সাইটসেভার্স ও হাসপাতালের কর্মকর্তা ও কর্মচারিগণ উপস্থিত ছিলেন। সেমিনারে অংশগ্রহনকারী বিভিন্ন এনজিও প্রতিনিধির কর্মকর্তারা তাদের বিভিন্ন পরামর্শ প্রদান করে বক্তব্য রাখেন।